কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ আগস্ট:
রাতের অন্ধকারে বন্যার হাত থেকে দাসপুর বাসীকে রক্ষা করল পুলিশ। গভীর রাতে আতঙ্কিত গ্রামবাসীর পাশে দাঁড়িয়ে নদীর জল গ্রামে ঢুকে গ্রাম ভাসিয়ে দেওয়ার হাত থেকে তাদের রক্ষা করলেন।
দাসপুর থানার সরবেড়িয়া ৩/১ অঞ্চলের ভিলেজ পুলিশ গৌতম সামন্ত বৃহস্পতিবার রাতে ডিউটি করার সময় হঠাৎই খবর পান দাসপুর-১ ব্লকের সালানপুরের কাছে রাতের অন্ধকারে নদীর স্লুইসগেট কেউ বা কারা ইচ্ছাকৃত ভাবে খুলে দিয়েছে। সেই গেট দিয়ে প্রবল বেগে জল ঢুকছে। যার ফলে রাতেই নদীর জলে প্লাবিত হতে পারে দাসপুর-১ ব্লকের কাদিলপুর, ফকিরবাজার, তাতারপুর, ব্রাহ্মণবসান সহ আরো বেশ কয়েকটি গ্রাম। খবর পাওয়া মাত্রই গৌতম সামন্ত দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। ইতিমধ্যেই সেখানে আতঙ্কিত গ্রামবাসীরা জড়ো হয়েছিলেন। তাদের সাহায্যে কিছুক্ষণের প্রচেষ্টায় পুনরায় সেই স্লুইস গেটটিকে আটকে দিতে সক্ষম হয়। ফলে বন্যার হাত থেকে রক্ষা পেল গ্রামবাসী।

