কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ অক্টোবর:
মাত্র কয়েকদিনের মধ্যেই চুরির কিনারা করল দাসপুর থানার পুলিশ। চুরির ঘটনায় গ্রেফতার করলো তিন জনকে।
গত শনিবার ১৭ অক্টোবর রাতে দাসপুর থানার পাঁচবেড়িয়ায় ইলেকট্রিকের কনট্রাকটারের দোকান থেকে চুরি হয়েছিল ইলেকট্রিকের যন্ত্রাংশ। চুরির ঘটনা নিয়ে তদন্ত শুরু করে দাসপুর থানার পুলিশ। তদন্তে নেমে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় চুরি যাওয়া মালপত্র। দুষ্কৃতীরা যে মারুতি করে চুরি করতে এসেছিল সেই মারুতিটিও আটক করেছে পুলিশ। ধৃত দুষ্কৃতীরা হল সফিক আলি, তাপস মন্ডল এবং গাড়ির চালক শেখ নাদির। এদের তিনজনের বাড়ি কোলাঘাাট থানার খনাডি, কাজিচক ও যদুপুরে।