জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: নির্বাচনী প্রচারের ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়কে দশভূজা সাজিয়ে অসুররূপী প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বধ করার ছবি খুলে নেওয়ার নির্দেশ দিলেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্ব।
মেদিনীপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ভাঙ্গিপুকুর এলাকায় তৃণমূল প্রার্থী অনিমা সাহার সমর্থনে চল্লিশ ফুট বাই কুড়ি ফুটের এরকম বিশাল ব্যানার লাগানো হয়েছে। ব্যানারে দেখানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ হাতে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ ত্রিশূল ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বধ করছেন। তাতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অসুর হিসেবে এবং ওই ওয়ার্ডের প্রার্থী অনিমা সাহাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক রূপ হিসেবে ব্যাঘ্রবাহিনী আকারেও তুলে ধরা হয়েছে।
তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানান, দেব দেবীদের নিয়ে দল এ ধরনের প্রচার অনুমোদন করে না। ব্যানার খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজেপির জেলা সহ-সভাপতি অরূপ দাস বলেন, এতে অবাক হওয়ার কিছু নেই। তৃণমূল সবকিছু করতে পারে। নেতা-নেত্রী সবাই দেব দেবীর রূপে আবির্ভূত হয়ে গেছেন। দেব দবীদের নামে শুধু বিজেপি স্লোগান দিলেই যত দোষ।