গোপীবল্লভপুরের ছেলে দশরথ, বাংলার অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পেল জঙ্গলমহল থেকে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৪ ডিসেম্বর:
এবার বাংলার হয়ে মাঠ কাঁপাবে জঙ্গলমহলের চার কিশোর। বাংলার হয়ে নাইন সাইড এ ফুটবল ফেডারেশন অব ইন্ডিয়ার পরিচালনায় অনুর্দ্ধ ১৯ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার চার কিশোর মিরাটে অনুষ্ঠিত জাতীয় ফুটবল ফুটবল প্রতিযোগিতায় যোগ দিতে চলছে।

২৪, ২৫, ২৬, ২৭ ডিসেম্বর প্রতিযোগিতাটি রয়েছে। এবার সেই দলে খেলতে দেখা যবে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ব্লকের কাঁদনাশোল গ্রামের দরিদ্র পরিবারের সন্তান দশরথ হেমরমকে। ছোট বেলা থেকে নিজের আগ্রহেই ফুটবল খেলে চলেছে সে। কারো কাছ থেকে সেই ভাবে প্রশিক্ষণ নেয়নি। পাড়ার দাদাদের কাছ থেকে সাহায্য নিয়েই যেটুকু শিখেছে বলে জানায় দশরথ। ঝাড়গ্রাম মেদিনীপুর স্পোর্টস অ্যাশোসিয়েশন নাইন সাইড এ ফুটবল ফেডারেশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে জঙ্গল মহলের জেলাগুলি থেকে ফুটবলার নির্বাচনের অনুমোদন পায় সেখান থেকে দশরথ নির্বাচিত হয়েছে। ১৮ ডিসেম্বর দশরথ বাংলার হয়ে খেলার জন্য দিল্লির উদ্দেশ্য রওনা দেবে।

প্রসঙ্গত রাজ্যে তৃণমূল সরকার আসার পর জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার আদিবাসী অধ্যুসিত গ্রামীণ এলাকায় খেলাধুলা অনেক উন্নতি ঘটেছে। সেখান থেকে অনেক খেলোয়াড় উঠে আসছে বলে অনেক মনে করছেন। গোপীবল্লভপুরে এক ব্লকের কাঁদনাশোল গ্রামের দশরথ জানিয়েছে, সে লেফট উইঙ্গার পজিশনে খেলে। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান দশরথ চাইছে বাংলার মুখ উজ্বল করতে। তাদের সাথে যাচ্ছে কোচ হুগলির কিষান চাঁদ দিকপতি এবং টিম ম্যানেজার হিসেবে যাচ্ছেন ঝাড়গ্রাম মেদিনীপুর স্পোর্টস অ্যাশোসিয়েশনের সম্পাদক দীপ কুমার মাহাতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *