Tathagata, “দিগন্তে কালো মেঘ জড়ো হতে দেখা যাচ্ছে, সাবধান!” ৮০ বছর আগের এই বিশেষ দিনের সতর্কতা তথাগতর

আমাদের ভারত, ১৬ আগস্ট: “দি গ্রেট ক্যালকাটা কিলিং’-এর ভয়াবহ স্মৃতি স্মরণ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শনিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “আজ সেই দুর্ভাগ্যজনক দিন, যখন ১৯৪৬ সালে বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহিদ সোহরাওয়ার্দী জিন্নাহর ‘প্রত্যক্ষ পদক্ষেপ’ (ডাইরেক্ট অ্যাকশন)-এর আহ্বানের প্রতিধ্বনি করে হিন্দুদের উপর আক্রমণের ডাক দিয়েছিলেন।

এটি ছিল কলকাতা ময়দানে প্রাণঘাতী সশস্ত্র মুসলমানদের সমাবেশের উদ্দেশ্যে। তিনি তাদের আশ্বস্ত করেছিলেন যে, তিনি নিশ্চিত করেছেন যে পুলিশ এবং সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না। এবং এটি ছিল কুখ্যাত ‘মহান কলকাতা হত্যাকাণ্ডের’ সূচনা। হিন্দুদের অজান্তেই আটক করা হয়। প্রথম দু’দিন ভয়াবহভাবে নির্যাতন করা হয়।

তারপর শুরু হয়েছিল প্রতিরোধ, যার নেতৃত্বে ছিলেন গোপাল মুখার্জি (গোপাল পাঁঠা), শহরের পরিবহন ব্যবসা পরিচালনাকারী সর্দারজি এবং বিহারি কালোয়াররা (লোহার ব্যবসায়ী)। তারা পরের দুই দিনে সমান স্কোর করে, যাতে লালবাজারের পুলিশ কন্ট্রোল রুমে বসে সোহরাওয়ার্দীর চিৎকার শোনা যায়। এবং অবশ্যই, তিনি পুলিশ এবং সেনাবাহিনীকে তাদের কাজ করার জন্য মোতায়েন করেছিলেন।

এটি আবার ঘটতে পারে। দিগন্তে কালো মেঘ জড়ো হতে দেখা যাচ্ছে। সাবধান!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *