পার্থ খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ১৬ অক্টোবর: অবশেষে কেটে ফেলা হল বেলদা এলাকার বিপজ্জনক শুকনো গাছগুলি।আজ বেলদার বনবিভাগ, পিডব্লুডি ও ব্লক প্রশাসনের উদ্যোগে কেটে ফেলা হলো এই বিপজ্জনক গাছগুলি।

প্রসঙ্গত, নারায়ণগড় ব্লকের বেলদা থানা এলাকা থেকে বেলদা বাসস্ট্যান্ড পর্যন্ত স্থানে একাধিক জায়গায় বেশ কয়েকটি বৃহদাকার গাছ জনবহুল রাস্তার পাশে দীর্ঘদিন ধরে মৃত অবস্থায় দাঁড়িয়ে ছিল।আর তার নিচ দিয়ে চলছিল ঝুঁকিপূর্ণ যাতায়াত। এর জন্য এলাকার কিছু সচেতন মানুষ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েছিলেন। বেলদার বিভিন্ন কমিটি, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সেই সঙ্গে ব্লক প্রশাসনের একাংশ উদ্যোগ নিয়েছিল এই বিপজ্জনক গাছগুলিকে কেটে ফেলার।কিন্তু বার বার সমস্যা দেখা দিয়েছিল বনবিভাগ ও পি.ডব্লু.ডিকে কেন্দ্র করে।

দীর্ঘদিন কেটে যাওয়ার পর আজ দীপাবলির আগে বেলদা বনবিভাগ, পি.ডব্লু.ডি ও ব্লক প্রশাসনের উদ্যোগে কেটে ফেলা হলো এই বিপজ্জনক গাছগুলি। এর ফলে ঝুঁকিপূর্ণ যাতায়াত থেকে রক্ষা পেলেন বেলদাবাসী। স্বভাবতই প্রশাসনিক এই উদ্যোগে খুশি এলাকাবাসীরা।

