আমাদের ভারত, হাওড়া, ৩০ মার্চ: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজ্যে লক ডাউন চলছে। বেশ কয়েকদিন কেটে গেলেও কতিপয় সাধারণ মানুষ লক ডাউনকে হালকাভাবে নেওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। গত সোমবার বিকেল থেকে লক ডাউন শুরু হওয়ার পর থেকে দুপুর এবং সন্ধ্যের পর থেকে রাস্তাঘাট ফাঁকা হলেও সকালের দিকে ভিড় দেখে এতটুকু বোঝার উপায় নেই যে রাজ্যে লক ডাউন চলছে। লক ডাউন ঘোষণার পর প্রথম কয়েকটা দিন পুলিশ প্রশাসন রাস্তায় নেমে কড়া হাতে মোকাবিলা করলেও পুলিশ প্রশাসনও হাত গুটিয়ে নেওয়ায় স্বভাবতই মনের খুশিতে মানুষ পথে নেমেছে। সোমবার সকালেও উলুবেড়িয়া শহরে একই চিত্র দেখা গেল। কারণে অকারণে মানুষকে রাস্তায় ঘুরে বেড়াতে দেখার পাশাপাশি এক জায়গায় অনেককেই জটলা করতে দেখা যায়।
এদিকে লক ডাউনের ফলে বিভিন্ন জায়গায় থাকা গরীব মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল উলুবেড়িয়া থানার পুলিশ প্রশাসন। এদিন বিকেলে উলুবেড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক কুন্ডু গরিবদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।