আমাদের ভারত, ১৩ এপ্রিল:
দলে ফেরানোর জন্য আদিবাসী মহিলাদের সঙ্গে নিন্দনীয় আচরণ করেছে তৃণমূল কংগ্রেস। চার আদিবাসী মহিলাকে দণ্ডি কাটানোর ঘটনায় গত কয়েকদিন ধরে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। ঘটনার সরব হয়েছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এই ঘটনার ভিডিও টুইটারে পোস্ট করেন প্রথম। তারপরই নিন্দার ঝড় ওঠে। ঘটনায় জাতীয় এসটি কমিশনকে অভিযোগ জানিয়ে দিয়েছিলেন তিনি। চিঠি পাওয়ার পরেই এই ঘটনায় ব্যবস্থাও নিল কমিশন। আগামী তিন দিনের মধ্যে রাজ্য পুলিশের ডিজির কাছে জবাব তলব করেছে কমিশন।
জাতীয় উপজাতি কমিশন ডিজিপি মনোজ মালব্যের কাছে ইতিমধ্যে একটি নোটিশ পাঠিয়েছে। আগামী তিন দিনের মধ্যে ঘটনার রিপোর্ট পাঠানো নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় কী পদক্ষেপ করা হয়েছে তাও জানাতে বলা হয়েছে চিঠিতে।
গত বৃহস্পতিবার উত্তরবঙ্গের তপন বিধানসভা এলাকায় বিজেপির জেলা মহিলা মোর্চার নেতৃত্বে ২০০ জন আদিবাসী মহিলা ও তাদের পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল। সে কথা জানতে পেরেই ৪ আদিবাসী মহিলাকে বালুরঘাটে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সেখানে দক্ষিণ দিনাজপুর তৃণমূল মহিলা মোর্চার জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীর নেতৃত্বে তাদের ঘর ওয়াপসি হয়। তাদের দিয়ে এক কিলোমিটার রাস্তা দণ্ডি কাটানো হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হন সুকান্ত মজুমদার সহ বিজেপির একাধিক নেতৃত্ব। অস্বস্তিতে পড়ে তৃণমূল তড়িঘড়ি প্রদীপ্তা চক্রবর্তীকে পদ থেকে সরিয়ে সেখানে একজন আদিবাসী মহিলা স্নেহলাতা হেমব্রমকে দায়িত্ব দেয়। কিন্তু ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি একাধারে রাষ্ট্রপতি এবং জাতীয় উপজাতি কমিশনে চিঠি লেখেন। সেই ভিত্তিতে বুধবার ঘটনায় হস্তক্ষেপ করল কমিশন। রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। তিন দিনের মধ্যে রাজ্য পুলিশের ডিজির কাছে জবাব চেয়েছে কমিশন।