সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ জুলাই: শহরজুড়ে শিবের নৃত্যে তুমুল আলোড়ন সৃষ্টি হল
বাঁকুড়াজুড়ে। শ্রাবণী উৎসব উপলক্ষে এক হাজার আটটি মঙ্গল ঘট নিয়ে শোভাযাত্রার আয়োজন করে এক্তশ্বর মন্দির উন্নয়ন কমিটি।
শিবের জন্মমাস হিসাবে সারা শ্রাবণ মাস জুড়ে শ্রাবণী উৎসব শুরু হয়েছে বাঁকুড়া শহর লাগোয়া প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে। উৎসব উপলক্ষে আজ সকালে এক হাজার মঙ্গল ঘট নিয়ে শোভাযাত্রা শহর পরিক্রমা করে মন্দিরে সমাপ্ত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় মহিলা ঢাকিদের ঢাক বাদ্য, মহিলা শিল্পীদের নাচের সাথে অন্যতম আকর্ষণ শিবের নৃত্য। বারোজন শিবের সাজে সজ্জিত হয়ে মিছিলে নৃত্য শুরু করেন। সারা রাস্তা তারা উদ্বাহু হয়ে ভোলেবাবার নামে নৃত্য করেন যা সকলের দৃষ্টি আকর্ষণ করে।
এক্তেশ্বর মন্দির উন্নয়ন কমিটি কয়েক বছর ধরে শ্রাবণী উৎসব পালন করে আসছে। যার অন্যতম উদ্যোক্তা রমেশ মোরারকা জানান, দীর্ঘ কয়েক বছর ধরেই সারা শ্রাবণ মাসজুড়ে উৎসব পালন করা হচ্ছে।প্রতিদিন সন্ধ্যায় বাবার শৃঙ্গার, বিশেষ পূজাপাঠের আয়োজন করা হয়েছে। এছাড়াও আয়োজন করা হয়েছে অন্নকূটের। ঐদিন প্রায় পঁচিশ হাজার ভক্ত দুপুরে প্রসাদ গ্ৰহণ করেন।