আমাদের ভারত, ২৪ অক্টোবর: বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুম থেকে ঘূর্ণিঝড় ডানা নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৃহস্পতিবার দিনভর সক্রিয় থাকলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।
তিনি বিভিন্ন জেলার বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গে সকাল থেকে দফায় দফায় প্রস্তুতি বৈঠক করেন। সঙ্গে ছিলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু সহ বিদ্যুৎ দফতরের শীর্ষ আধিকারিকেরা। সারা রাত বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুম থেকে সমগ্র পরিস্থিতির উপর নজর রাখবেন বিদ্যুৎমন্ত্রী।
অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ঘূর্ণিঝড় ডানার হানার সময় কলকাতার সব ট্রাইডেন্ট লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝড় বৃষ্টির সময় শর্টসার্কিটে অবাঞ্ছিত মৃত্যু এড়াতেই এই সিদ্ধান্ত। পাশাপাশি নীচু এলাকাগুলিতে, যেখানে জল জমার আশঙ্কা রয়েছে সেখানপ ইলেকট্রিক ফিডার বক্সের সুইচ বন্ধ করে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।