‘দামিনী দিবস’ স্মরণ নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির

আমাদের ভারত, ১৬ ডিসেম্বর: ‘দামিনী দিবস’ উপলক্ষে শুক্রবার কলেজ স্ট্রীটে নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির তরফে এক প্রতিবাদ সভা ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের উল্টোদিকে বিদ্যাসাগর মূর্তির সামনে হয় এই সমাবেশ হয়। প্রথমেই, সম্প্রতি শিলিগুড়ির ষষ্টশ্রেণির ১২ বছরের ছাত্রীকে অপহরণ ও খুনের ঘটনার উপর এক শোকপ্রস্তাব আনেন সংগঠনের সম্পাদিকা কল্পনা দত্ত। সভার বক্তা ছিলেন প্রাক্তন ফুটবলার সূর্যবিকাশ চক্রবর্তী, অধ্যাপক অভিজিৎ রায়, অধ্যাপিকা সরিফা খাতুন, অধ্যাপক ঋতম মুখোপাধ্যায় এবং ডাঃ দুর্গাপ্রসাদ চক্রবর্তী।

সূর্যবিকাশবাবু বলেন, এ সমাজ নারীকে পণ্য হিসাবে দেখে তাই এত নারীনির্যাতনের ঘটনা। দুর্গাপ্রসাদবাবু বলেন, শ্রেণিবিভক্ত এই সমাজে নারী নিগ্রহ বিরোধী আন্দোলন সমগ্র সমাজ পরিবর্তনের আন্দোলনের সাথে যুক্ত করতে হবে। পাঠ্যসূচিতে ছেলেমেয়েদের সমানাধিকারের কথা অন্তর্ভূক্ত হওয়া দরকার
সরিফা খাতুন বলেন মাদক দ্রব্যের ব্যাপক প্রসার ও মোবাইল ইন্টারনেটে অশ্লীলতার প্রসার ক্রমবর্ধমান এই নারী নির্যাতনের কারণ।

সভায় আবৃত্তি, গান, নাচের মধ্যে দিয়ে বিভিন্ন শিল্পীরা তাদের প্রতিবাদ জানান। কমিটির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ অশোক সামন্ত শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *