সাথী দাস, পুরুলিয়া, ২০ আগস্ট: টানা বৃষ্টি কৃষকের মুখে হাসি ফোটালেও দমকা হাওয়ায় জেলা জুড়ে ক্ষয়ক্ষতি হল। পুরুলিয়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডে পরিত্যক্ত কাঁচা বাড়ি ভেঙ্গে পড়েছে। ঝড়ে গাছের ডাল পালা ভেঙ্গে পড়ে রাঁচি রোডে। যদিও পুরসভার বিপর্যয় মোকাবিলা দল সকাল থেকে রাস্তা থেকে গাছের ডাল সরিয়ে দেয়।
বাঘমুণ্ডির গোবিন্দপুর, গাগী এলাকায় গাছ ভেঙ্গে পড়ে। ডাল তারে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকায়। ঝালদার ইচাগ থেকে খামার গ্রাম যাওয়ার রাস্তায় কড়াডি গ্রামে একই কারণে রাস্তা পারাপার বন্ধ হয়ে যায়। তুলিনের বেঙ্গো গ্রামে গৃহস্থের বাড়িতে গাছের ডাল ভেঙ্গে পড়ায় আহত হন এক জন। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঝালদা শহরে শ্রমিক কল্যাণ কেন্দ্রের পাশে গাছের ডাল ভেঙ্গে পড়ে। একইভাবে বিভিন্ন ব্লক এলাকায় ক্ষয় ক্ষতি হয়। প্রাণ হানির ঘটনা না ঘটলেও সমস্যা ও হয়রানির মধ্যে পড়েছেন ক্ষতিগ্রস্তরা। যদিও স্থানীয় প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
জেলা জুড়ে বৃষ্টি হয় গভীর নিম্নচাপের জেরে। ভারি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলাজুড়ে। গতকাল ভোররাত থেকেই জেলাজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। আজ সকাল থেকেই পুরুলিয়ার আকাশ মেঘাচ্ছন্ন ছিল। রাতভোর থেকেই এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বইছে দমকা হাওয়া। এর জেরে গ্রামগঞ্জ থেকে শহরের রাস্তাঘাট একেবারে ফাঁকা। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে সাধারণ মানুষজনকে দেখা যায়নি। সময় যত এগিয়েছে আকাশে দুর্যোগের মেঘ ততই জমতে দেখা গিয়েছে। নিম্নচাপের জেরে বৃষ্টি আরও বাড়বে বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস রয়েছে।
পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় নিম্নচাপের জেরে ভারি থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমন চাষের শেষ সময়ে এই বৃষ্টি খুবই কাজে এল বলে জানান কৃষকরা।