বাঁধ উপছে জল ঢুকল শ্যামপুরের অনন্তপুর গ্রামে

আমাদের ভারত, হাওড়া, ২০ আগস্ট: ভাদ্র মাসের ভরা কোটালের জল নদী বাঁধ উপছে গ্রামে ঢোকার একটা আশঙ্কা ছিল শ্যামপুরের অনন্তপুর গ্রামের বাসিন্দাদের। আর বৃহস্পতিবার সেই আশঙ্কাটাই সত্যি হল। বাঁধ উপছে জল ঢুকে প্লাবিত হল গ্রাম। যদিও শুধু অনন্তপুর গ্রাম নয় আন্টিলা গাদিয়াড়া সহ একাধিক এলাকায় নদী বাঁধ উপছে জল ঢুকল।

বৃহস্পতিবার সকাল থেকেই অনন্তপুর মিল সংলগ্ন নদী বাঁধের নীচু অংশ উপছে অনন্তপুর, আন্টিলা গ্রামে জল ঢুকতে শুরু করে। নদীর জলে গ্রামের রাস্তাঘাট, পুকুর, চাষের জমি জলমগ্ন হয়ে পড়ে। এমনকি একাধিক বাড়িতে জল ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে বাসিন্দারা। এদিকে গ্রামে জল ঢোকার খবর পাওয়ার পরেই গ্রামে পৌঁছায় সেচ দফতরের আধিকারিক ও প্রশাসনের কর্মকর্তারা। কোটালের জল নামলেই বাঁধের নীচু জায়গায় বালির বস্তা ফেলার আশ্বাস দেন প্রশাসনিক কর্মকর্তারা।
যদিও গ্রামবাসীদের বক্তব্য, দিনের বেলা বলে সেরকম ক্ষয়ক্ষতি না হলেও রাতে পুনরায় কোটালের জল বাঁধ উপছে গ্রামে ঢুকলে বিপদ হতে পারে।

এদিকে এদিন গাদিয়াড়ার খেজুরতলার কাছেও নদী বাঁধ উপছে জল ঢুকতে থাকায় আতঙ্কিত হয়ে পড়ে বাসিন্দারা। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে নদী বাঁধের এই অংশ ক্ষতিগ্রস্ত হলেও সেচ দফতর ব্যবস্থা না নেওয়ায় এই বিপত্তি। যদি সেচ দফতর দ্রুত বাঁধের এই অংশ মেরামত না করে তাহলে যেকোনো সময় বড়সড় বিপর্যয় নেমে আসবে বলেও দাবি করেন বাসিন্দারা।

অপরদিকে এদিনের কোটালের জলে উলুবেড়িয়া পূর্ব কালিনগর, উলুবেড়িয়া কালীবাড়ি পার্কের একাংশ, বজরঙবলি মন্দির, উলুবেড়িয়া ট্রেজারি ব্যারাক, ফুলেশ্বরের বিবির চড়া,১১ ফটক, কালসাপা বাংলো সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *