জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ জুলাই:
পরিবেশের ভারসাম্য ও সুস্থতা বজায় রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকার জন্য ফিকির সিএসআর পুরস্কার পেল ডালমিয়া ভারত সিমেন্ট। দিল্লিতে এক ভার্চুয়াল অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থ ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর ডালমিয়া ভারত সিমেন্টের এমডি ও সিইও মহেন্দ্র সিংহীর হাতে এই পুরস্কার তুলে দেন। উপস্থিত ছিলেন কোম্পানির গ্রুপ লিডার বিশাল ভরদ্বাজ।
বুধবার মহেন্দ্র সিংহী জানান, এই পুরস্কার পেয়ে আমরা গর্বিত। একজন দায়িত্ববান শিল্পগোষ্ঠী হিসেবে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাধ্যমত চেষ্টা করা হয়েছে। জানাগেছে, ১৫টি রাজ্যে ১৯টি সিমেন্ট কারখানা রয়েছে ডালমিয়া গোষ্ঠীর। পশ্চিম মেদিনীপুরের গোদাপিয়াশালে কারখানা সংলগ্ন এলাকায় সামাজিক বনসৃজনের পাশাপাশি বৃষ্টির জল ধরে রেখে তা চাষের কাজে লাগানো হচ্ছে।
বিশাল ভরদ্বাজ জানান, ১০টি রাজ্যে তাঁদের কারখানার কাছের ২৫ হাজার হেক্টর জমি চাষযোগ্য করে তোলা হয়েছে। ৯০০টি পুকুর, ইজারা, জলাধার, চেক ড্যাম করা হয়েছে। এর ফলে উপকৃত হয়েছেন ২ লক্ষ কৃষক। তাঁদের জমিতে ২০ শতাংশ চাষ বেড়েছে। তাঁদের আয় বেড়েছে ১৫ শতাংশ।

