স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ মে: রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দালালরাজ বন্ধ করতে দু বছর আগে সিআইডিকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের দালাল চক্র আজও রয়ে গেছে। বুধবার সেই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়।
বুধবার রায়গঞ্জ মেডিকেল কলেজে চাঁচলের বেলাডাঙ্গি এলাকার বাসিন্দা মজিবুল হুসেন তাঁর স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে আসেন। আউটডোর থেকে টিকিট কাটেন তিনি। এরপরই একজন ব্যক্তি তাঁকে মেডিকেল কলেজের কর্মী হিসেবে পরিচয় দিয়ে তাকে সাহায্যের আশ্বাস দেন। ডাক্তার দেখানো এবং পরীক্ষার সব রকম ব্যবস্থা করে দেওয়ার কথা জানায় সে। এরপরই সাহায্যের বদলে জোরপূর্বক ওই ব্যক্তি ৩০০ টাকা দাবি করে বসেন। মজিবুল টাকা দিতে অস্বীকার করায় ওই ব্যক্তি গন্ডগোল শুরু করে দেয়। চেঁচামেচি শুনে ছুটে আসেন হাসপাতালের অনান্য কর্মীরা। ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় থানায়। অভিযুক্তের কাছ থেকে পশ্চিমবঙ্গ পুলিশের চতুর্থ আরক্ষা বাহিনীর একটি আই কার্ড পাওয়া গেছে যেখানে রাজু ঠাকুর নাম রয়েছে ঐ ব্যক্তির।
এব্যাপারে তৃণমূল কংগ্রেস অনুমোদিত আইএনটিটিইউসি প্রভাবিত রায়গঞ্জ মেডিকেল কলেজের অস্থায়ী কর্মী সংগঠনের সভাপতি সত্যরঞ্জন সরকার বলেন, হাসপাতালের কর্মীদের তৎপরতায় একজন দালালকে হাতেনাতে ধরা সম্ভবপর হয়েছে। আমরা চাই ওই ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক প্রশাসন। তার কাছ থেকে পাওয়া পরিচয়পত্রটি সঠিক, না কি ভুয়া সে ব্যাপারে তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।