লেখক : শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.
মেষ :– রাজনীতির রাজপথে আপনাকে নিজের দলীয় অন্তর্কোন্দলের সাথেই ব্যস্ত থাকতে হবে, গুপ্ত শত্রু পিছন ছাড়বেনা। ব্যবসাক্ষেত্রে অর্থলগ্নি সঠিক সময়ে করতে পারলে লাভবান হবেন। পারিবারিক দিকে সুখ শান্তি বজায় থাকবে।
বৃষ :–সঠিক চিন্তা ভাবনা নিয়ে কাজ করলে ভালো হবে। কারোর কথায় ভাবাবেগে ব্যবসায়ে অর্থলগ্নি করবেন না। কর্মক্ষেত্র মোটামুটি সুস্থ থাকবে। পারিবারিক দিক শুভ। স্কুল কলেজ বন্ধ তাই ইন্টারনেটের সাহায্যে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে পড়াশোনা করতে পারেন।
মিথুন :–নতুন কাজের সন্ধানে স্বর্ণ শিল্পী হিসেবে বাইরের রাজ্যে কাজ করতে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারেন। পরিবারের আর্থিক দুর্বলতা কাটাতে লক ডাউন কাটলে পরিবার পরিজন ছেড়ে বাইরে আপনাকে বের হতেই হবে। শিক্ষাক্ষেত্র শুভ।
কর্কট :–ব্যবসাক্ষেত্রে আপনাকে আর্থিক দিকে বন্ধু-বান্ধবেরা সাহায্য করতে পারেন। ধাতব পদার্থের ব্যবসায় আপনার ব্যবসায়িক সাফল্য লাভ হবে। আর্থিক দিক মোটামুটি শুভ। ছাত্র-ছাত্রীরা প্রযুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা করার কথা ভাবতে পারেন।
সিংহ :–দেশের কাজের কথা ভেবে আপনি রাজনৈতিক ক্ষেত্রে নামতে পারেন, কাজের ক্ষেত্রে নানা মানসিক চাপ আপনাকে ব্যতিব্যস্ত করে তুলবে। আর্থিক চাপ তেমন থাকবে না। সন্তানের শিক্ষার জন্য আপনার মানসিক দিক উদ্বিগ্ন হবে।
কন্যা :–আইন বা নার্সিং নিয়ে পড়াশোনা করার জন্য পার্শ্ববর্তী রাজ্যের কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চিন্তাভাবনা করতে পারেন। আইনের পেশায় বিশেষ কোন ক্ষেত্রে আপনার জ্ঞান প্রকট হয়ে উঠবে ও পেশা খুব ভালো সুনামের সঙ্গে চলবে। দাম্পত্য জীবন সুখের। শিক্ষাক্ষেত্র শুভ।
তুলা :–পারিবারিক কলহ ঝামেলা মিটে যেতে পারে, ভ্রাতা ভগিনীরা সকলে মিলে পরিবারে মিলিত হতে পারেন। দেরিতে হলেও পুরাতন জীবনসঙ্গী প্রেমিক প্রেমিকার সঙ্গেই আপনার বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হবে। আর্থিক ক্ষেত্রে মোটামুটি শুভ বলা যায়।
বৃশ্চিক :–নব দম্পতি বা ভ্রমণ পিপাসুরা আন্দামানের মতন সমুদ্র ঘেরা জায়গায় ভ্রমণে বা মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা রাখতে পারেন। সব্জির ব্যবসা বা মুদিখানা ব্যবসা ভালো চলবে। শিক্ষা ক্ষেত্রে শুভ, পড়াশোনার বিষয় পরিবর্তন করতে পারেন।
ধনু :–দুস্কৃতির আক্রমণে মানসিক দিক বিধ্বস্ত হতে পারে, ভয় ও আতঙ্ক সর্বদাই পিছু তাড়া করতে পারে। কর্ম ক্ষেত্রে সহকর্মীর সঙ্গে মতানৈক্য মিটে যেতে পারে। ব্যবসায় নামতে পারেন, আর্থিক দিক অতীব শুভ। শিক্ষা ক্ষেত্রে শুভ।
মকর :–কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানে লকআউট ঘোষণা হতে পারে কর্ম হারানোর সম্ভাবনা প্রবল। পেশাগত দিকে যারা আছেন তাদের আর্থিক চাপ বৃদ্ধি পাবে। শিক্ষার মান বাড়াতে ও উচ্চ ডিগ্রী লাভের জন্য বিদেশী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ নিতে পারেন।
কুম্ভ :–প্রবল প্রতিজ্ঞা নিয়ে কাজের ক্ষেত্রে নেমে আপনি পিছিয়ে পড়তে চাইবেন না, ফলে প্রতিপক্ষ বা গুপ্ত শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবেই। ফলের বাগান বা মাছের ভেড়ি লিজ নিতে পারেন। সমাজসেবামূলক কাজ আপনি দেখতে পারেন।
মীন :–একটু সাবধানতা অবলম্বন করলে ভালো হয়। আধ্যাত্মিক চিন্তাভাবনায় আপনি যত মত তত পথ এর পূজারী, সকল ধর্মের জ্ঞানের আকড় সংগ্রহ করতে আপনি ইচ্ছুক। আর্থিক দিক মোটামুটি শুভ। নতুন কোন কাজের সন্ধান মিলতে পারে।