দৈনিক রাশিফল : ২৬/০৫/২০২০

লেখক : শ্রী সঞ্জয়, ফোন : 9932232291

মেষ :–আধ্যাত্মিক জ্ঞানের জন্য কোন মঠ মিশনে বা কোন সমাজকল্যাণমূলক সংস্থায় গিয়ে নিজেকে যুক্ত করতে পারেন। সন্তানের শিক্ষার জন্য মোটা অর্থের চাপ আসতে পারে।ব্যবসা বাণিজ্য ভাল চলবে।পারিবারিক দিক শুভ।
বৃষ :–অর্থ জোগাড়ের জন্য আপনাকে হিমশিম খেতে হতে পারে। কর্মক্ষেত্রের নানা জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। শেয়ার বাজারে গোল্ডে যারা লগ্নি করেছেন তাদের আর্থিক উন্নতি ঘটবে।উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের পরিক্ষার প্রস্তুতি ভাল হবে।
মিথুন :–সমাজকল্যাণমূলক সংস্থায় যুক্ত হয়ে নিজের সঞ্চিত অর্থ দান করতে পারেন, কর্ম সংযোগ হিসেবেও অবসরকালীন সময় সংস্থাগুলোতে দিতে পারেন। দাম্পত্য জীবন সুখের পারিবারিক দিক শুভ। ছাত্রছাত্রীদেরপড়াশুনায় মনোযোগের অভাব হবে না।
কর্কট :–ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য কর্মক্ষেত্রে কিছু সুশিক্ষিত কর্মচারী নিয়োগ করতে পারেন ব্যবসার উন্নতি ও আর্থিক উন্নতি ঘটবে। ছাত্র-ছাত্রীদের খুব বেশি মোবাইল হাতে নিয়ে বসে থাকাটাই শিক্ষার কাল হতে পারে, সচেতন হওয়ার চেষ্টা করুন।
সিংহ :–হেরে যাওয়া জীবনে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন কিছু পন্থা বের করতে পারেন কূটকৌশলের ও সাহায্য নিতে পারেন। পারিবারিক দিকে ভ্রাতা ভগিনীদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হতে পারে, সম্পত্তির ভাগ সমান ভাবেই পাবেন।মানসিক শান্তি বজায় থাকবে।
কন্যা :–পারিবারিক অনুষ্ঠানে সমস্ত সম্পর্কিত ভাইয়েরা জ্ঞাতিরা এক জায়গায় হতে পারেন। কর্ম ক্ষেত্রে নতুন কিছু করে দেখানোর মানসিকতা আপনাকে কাজের উৎসাহ যোগাবে।ব্যবসায়িক দিকে লগ্নী বাড়িয়ে আর্থিক অনিশ্চয়তা কমিয়ে আনতে পারেন।
তুলা :–মনের মতন বাড়ি তৈরি করে সেখানে ছোট বাগান তৈরীর ইচ্ছা পূরণ হতে পারে, ছাদের উপরেও বিভিন্ন সময় কালীন ফুলের চাষ বাস করতে পারেন।দুশ্চিন্তা পিছু ছাড়ছে না,আম্ফানের পর নিসর্গ আসছে,গাছপালার ক্ষয়ক্ষতি আরও হওয়ার সম্ভবনা আছে।
বৃশ্চিক :– কর্ম ক্ষেত্রে নানা জটিলতা আপনাকে নিতে হতে পারে বা সহকর্মীরা আপনার ঘাড়ে দোষ চাপাতে পারে।পারিবারিক দিকের সমস্যা থেকে চিন্তা মুক্ত হবেন। উচ্চশিক্ষার জন্য চিন্তা ভাবনা করতে পারেন, প্রযুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনার কথা ভাবতে পারেন।
ধনু :–কর্ম ক্ষেত্রে নানা জটিলতার মধ্যেই আপনার কাজ সুচারু ভাবে সুসম্পন্ন হবে যা দেখে সকলেই অবাক হবেন। বহু দিনের ইচ্ছা একটা চার চাকার গাড়ি কেনার সেই ইচ্ছা আপনার আজ পূরণ হবে।
মকর :–শেয়ার বাজারে অর্থ লগ্নি করতে পারেন। হঠাৎ করে লটারিতে অর্থ প্রাপ্তির যোগ আছে। আলু পেঁয়াজের মতো আনাজপাতি পাইকারী ও খুচরা ব্যাবসায়ীদের আর্থিক উন্নতি লাভ হবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে শুভ উচ্চ শিক্ষা হবে।
কুম্ভ :–পুঁথিগত বিদ্যা আপনার নাও থাকতে পারে কিন্তু আপনার জ্ঞান অপরিসীম এবং তা ব্যবহারিক ক্ষেত্রে কাজে লাগিয়ে আপনি সকলের কাছ থেকে সুনাম পাবেন। রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় রাখতে সক্ষম হবেন।ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্র শু্ভ।
মীন :–রাজ্য বা জাতীয় স্তরে যারা সাঁতার ভলিবল প্রভৃতি খেলায় উন্নতি করেছেন তাদের চাকরি সম্ভব হবে।লটারি বা ফাটকা খেলে লাভবান হবেন। আর্থিক দিকে উন্নতি সম্ভব। সামনে মাধ্যমিক ফল প্রকাশ হবে দুশ্চিন্তার কারণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *