লেখক : শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.
মেষ :–জমি বাড়ির দালালি করে আর্থিক ক্ষেত্রে উন্নতি ঘটাতে সক্ষম হবেন। ফিন্যান্সিয়াল কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করে আর্থিক ক্ষেত্রে উন্নতি ঘটবে। পারিবারিক সমস্যা মেটাতে পরিবারের বয়স্ক বৃদ্ধ সদস্যের সাহায্য নিন। ব্যবসা ক্ষেত্রে শুভ শেয়ার বাজারে অর্থলগ্নি করে লাভবান হবেন।
বৃষ :–পাড়া-প্রতিবেশীর সঙ্গে সাক্ষত করতে পারেন। মহামারীর প্রকোপ থেকে রক্ষা পেতে সাবধানে চলাফেরা করবেন। রাজনৈতিক কর্মকাণ্ডের ছক তৈরি করে পাড়াতে নিজের রাজনৈতিক নেতৃত্ব দানের ব্যবস্থা করতে পারেন। কর্মক্ষেত্র শুভ, পারিবারিক ও অর্থনৈতিক দিক শুভ। যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তারা বিজ্ঞান নিয়ে পড়ার জন্য চেষ্টা করতে পারেন।
মিথুন :–গরীব কন্যাদায়গ্রস্ত পিতা কে সাহায্য করে এবং সামাজিকভাবে মহামারী কে রোখার চেষ্টা করে সুনাম অর্জন করবেন। ব্যবসাক্ষেত্রে লগ্নি করতে পারেন আর্থিক দিকে উন্নতি ঘটবে। অংশীদারি ও শেয়ার বাজারে লাভবান হবেন। শিক্ষা ক্ষেত্রে শুভ।
কর্কট :– জেনেশুনে অপরের উন্নতিকল্পে কাজ করলেও সুনাম পাবেন না উল্টে বদনামের ভাগীদার হতে হবে। রাজনৈতিক দায় দায়িত্ব ছেড়ে দিয়ে রাজনৈতিক নির্বাসন নিতে পারেন। হাঁস মুরগি পাখির মাংস ব্যবসার জন্য ঝুঁকি নিতে পারেন। আর্থিক দিকে উন্নতি ঘটবে, পারিবারিক দিকে সামান্য সমস্যা থাকলেও তা কেটে যাবে।
সিংহ :–মহামারীর মতো বিশ্ব সন্ত্রাস উৎসাহী ব্যক্তিরা সারাদিন হয়তো টিভির পর্দায় চোখ রেখে দিন কাটাতে বাধ্য টান টান উত্তেজনা নিয়ে। সারাদিন কাজকর্মে বিভিন্ন সময় ফাঁকি পড়ে যাবে, ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালই চলবে, দোকানদারদের আজ আর্থিক ক্ষেত্রে শুভ। ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতে পারেন নিজের মনের মতন সব বিষয় নিয়ে।
কন্যা :–নানা কারণে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে দূরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু বর্তমানে তা কার্যকর করা সম্ভব হবে না। পিতা-মাতার সঙ্গেবৈষয়িক বিষয় নিয়ে ঝামেলা হতে পারে। পারিবারিক সম্পত্তি ভাগ করে নেয়াই সমীচীন আইনের পথে না যাওয়াই শ্রেয়। জমির দলিল দস্তাবেজ গুছিয়ে রাখুন। শিক্ষা ক্ষেত্রে শুভ। ক্লাসে কলা বিভাগে শিক্ষাক্ষেত্রে চাপ হতে পারে।
তুলা :–চার চাকার গাড়ি কিনতে পারেন ব্যবসায়িক স্বার্থ ও নিজের শখ দুইই মিটবে। নামিদামি কোম্পানির ডিলারশিপ নিতে পারেন, কোন মেডিসিন কোম্পানির স্টকিস্ট হিসেবেও কাজ করতে পারেন। ব্যবসায়িক দিক ও আর্থিক দিক খুবই শুভ। ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে শুভ।
বৃশ্চিক :–শেয়ারবাজারে লগ্নি করতে পারেন, শেয়ারবাজার ঊর্ধ্বমুখী এখনি হবে না দুশ্চিন্তার কোন কারণ নেই। বৃহৎ অংশীদারী কারবারের সাফল্য আসবে অার্থিক কোন অসুবিধা হবে না। ব্যবসা-বানিজ্যের কাজে বাইরে কোন বন্ধুর কাছে যেতে পারেন। শিক্ষা ক্ষেত্র শুভ।
ধনু :–কর্মক্ষেত্রের ঝামেলার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক রাখবেন না, অনেক দিকে নানা রকম ক্ষতি হতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না। কন্যার বিবাহের জন্য সুপাত্র পেয়ে যাবেন, মানসিকভাবে নিজের স্থির হওয়ার চেষ্টা করুন দেখবেন সকল কাজ সুসম্পন্ন হবে। ছাত্রছাত্রীরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন।
মকর :–যাবতীয় ঝামেলা ও ঝঞ্ঝাট এর দায় দায়িত্ব আপনার কাঁধে চাপিয়ে দিয়ে সকলের দূর থেকে মজা দেখার চেষ্টা করবে, কুটকৌশল প্রয়োগ করে সমস্যার সমাধান করুন। কুকুর বিড়ালের দংশন থেকে সাবধান হবেন।রাস্তায় চলার সময় সঙ্গে জল রাখুন কারো শরীর স্পর্শ না করাই ভাল বা হাতে হাত মেলাবেন না। হঠাৎ যে কোন সময় অসুস্থ হতে পারেন। পারিবারিক আর্থিক দিক শুভ।
কুম্ভ :–উচ্চ স্থান থেকে পতন বা দুর্ঘটনা যানবাহনে হতে পারে, দুর্ঘটনা থেকে সাবধান হবেন। মানসিক চাপ নিয়ে কোনো কাজ সেভাবে করতে যাবেন না কোন জটিল কাজ থেকে নিজেকে বিরত রাখুন। আর্থিক লেনদেন সাবধানে করবেন বা চিটিংবাজী লোকের হাতে অর্থ তুলে দেবেন না।
মীন :–একদিন সারাদিন ঘরে থাকার জন্য মানসিক চঞ্চলতা তৈরি হবে। খাঁচায় বন্দি পাখির মতন ছটফট করতে থাকবেন এবং বাইরে বেরোবার চেষ্টা করবেন, সাবধান বাইরে বেরিয়েই বন্ধুদের সঙ্গে হৈ-হুল্লোড় করবেন না মহামারী প্রকোপ যেকোনো সময় আপনার থেকে ছড়াতে পারে। যতটা পারবেন নিজেকে ঘরবন্দি করুন। ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে শুভ।