লেখক : শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.
মেষ :–ঠান্ডা গরমে শরীরের অবনতি হতে পারে সাবধানে থাকবেন। সমাজ সেবায় মন টানবে, গরম কাল আসছে তাই রক্তের চাহিদা বাড়বে রক্তদান শিবির খুলে ব্লাড ব্যাংকে রক্ত জমা করার জন্য উদ্যোগী হতে পারেন। ব্যবসায়িক দিকে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে।ব্যবসায়িক লেনদেনে সাবধান থাকবেন।
বৃষ :–ঘটনার পরিপ্রেক্ষিতে সতর্কভাবে বাক্যালাপ করবেন। বিদেশ থেকে আসলে আগে আপনার শারীরিক পরীক্ষা সঠিকভাবে করিয়ে নিন, দুরারোগ্য মারণব্যাধি থেকে সাবধানে থাকুন। ব্যাবসায়িক দিক খুব ভালো চলবে,অর্থাগম ঘটবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে বাধা বাধা ভাব থাকবে।
মিথুন :–বন্ধুর কথা শুনে ভুল পথে চালিত হতে পারেন। সংস্কার এবং কুসংস্কার দুটোর প্রভেদ বুঝে চলুন, মানসিক শান্তি পাবেন। ধর্মীয় শাস্ত্র অধ্যয়ন করে জ্ঞানলাভ ঘটবে। মাছ-মাংসের ব্যবসায়ীদের আর্থিক দিকে সাফল্য লাভ হবে। ছাত্র-ছাত্রীদের পক্ষে দিনটি শুভ।
কর্কট :–বয়স্ক যারা তারা সঙ্গে ছাতা বর্ষাতি সঙ্গে রাখবেন হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে পারেন। প্রাতঃভ্রমণে বেরিয়ে নতুন বন্ধুর সাথে আলাপ হতে পারে, মানসিক আনন্দ লাভ ঘটবে। দীর্ঘদিনের বহুদূরের ফেসবুকের বন্ধুর সঙ্গে ঘরে বসেই সাক্ষাৎ হবে, বিদেশি বন্ধুকে এই সময়ে বেড়াতে আসতে সবিনয়ে বারণ করুন।
সিংহ :–জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য দুশ্চিন্তা করবেন না, এখন শুধু যা পড়ে এসেছেন এতো দিন সেগুলোর উপর চোখ বুলাতে থাকুন, পরীক্ষা ভালো দিতে পারবেন। কর্মক্ষেত্রে অন্যায়ের কাছে নতি স্বীকার করতে বাধ্য হতে পারেন, রাজনৈতিক চাপ আসতে পারে।
কন্যা :–অন্যের অযৌক্তিক অত্যাচার মুখ বুজে সহ্য করে নিজের ক্ষতি ছাড়া ভালো হবে না, প্রতিপক্ষকে আঘাত না করুন তাকে তার ব্যবহারের প্রতিবাদ করুন অর্থাৎ না কামড়িয়ে ফোঁস করুন। ঋণের জন্য আর্থিক চাপ থাকবেই ব্যবসাক্ষেত্রে সে জন্য সামান্য দুশ্চিন্তা থাকলেও থাকতে পারে। কাজের জন্য দূরে কোথাও যেতে পারেন। শিক্ষা ক্ষেত্রে শুভ।
তুলা :–শারীরিক মানসিক ও অর্থনৈতিক দিকে দুর্বল হয়ে যেতে পারেন, হতাশা মন থেকে ঝেড়ে ফেলুন, প্রতিযোগিতার বাজারে এরকম ওঠাপাড়া হতেই পারে, হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আনাজপাতির যারা চাষাবাদ করেন তারা ভাল ফসল উৎপাদন করতে সক্ষম হবেন।
বৃশ্চিক :–কর্মক্ষেত্রের নানা ঝামেলা ও চাপ আপনাকে বিব্রত করতে পারে। ছাত্র ছাত্রীরা শিক্ষার দিকে একটু মনোযোগী হলে ভালো হয়। কারোর উপর রাগারাগি করবেন না যে কোন কাজের জন্য বুঝিয়ে বলুন সুফল লাভ হবে। সন্তানের সামনে দাম্পত্য কলহ প্রকাশ করবেন না ভবিষ্যৎ প্রজন্মের মানসিক ক্ষতি হতে পারে।
ধনু :–অংশীদারি কারবার এ নিজের লভ্যাংশ সঠিকভাবে বুঝে নিন এবং কারবার পরিচালনা করার চেষ্টা করুন। পড়াশোনার ফাঁকে যারা প্রেম করছেন, প্রেমে বাধা পেয়ে তাদের মানসিক বিপর্যয় ঘটতে পারে। মনের গভীরে হাজার চিন্তার ভিড়ে কর্মক্ষেত্রে ছোটখাটো ভুল হয়ে যেতে পারে সাবধান হবেন।
মকর :–কাজের ভিতর গভীর মনোনিবেশ করে নিজের সমস্ত কাজ তদারকি করুন দেখবেন ব্যবসার উন্নতি ও সফলতা লাভ হবে। মধুচন্দ্রিমা যাপনের জন্য যারা সমুদ্র উপকূল বেছে নিয়েছিলেন তাদের যাত্রা বাতিল হতে পারে। শিক্ষা ক্ষেত্রে শুভ, নতুন কিছু পড়াশোনার জন্য বাইরে যেতে পারেন।
কুম্ভ :–কথার দংশনে প্রতিপক্ষকে জর্জরিত করে তুলতে পারেন, মানসিক চাপ তৈরি করে প্রতিপক্ষের কাছ থেকে কাজ হাসিল করে নিতে পারেন। রাস্তাঘাটের খাদ্য খাবার সম্পর্কে সাবধান হবেন জল বা রাস্তার তেলেভাজা জাতীয় খাবার থেকে শারীরিক দুর্ভোগ নেমে আসতে পারে। ছাত্রছাত্রীরা যে বিষয়ের উপর দুর্বল সেই বিষয়ের শিক্ষক নিয়োগ করতে পারেন।
মীন :–চাল গম ডাল প্রভৃতির দানা শস্যের গুদাম জাত করেন তাদের ব্যবসায়িক সাফল্য লাভ ঘটবে। রাজনীতির দাবাখেলায় প্রতিপক্ষকে কিস্তিমাত করতে আপনার কূটনৈতিক বুদ্ধির পরিচয় দিতে সক্ষম হবেন। পাড়া প্রতিবেশীর কাছে আগামী দিনের ভবিষ্যৎ নেতা হিসেবে নিজের পরিচিতি লাভ করতে পারবেন।