লেখক : শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.
মেষ :–নিজের মত জোর করে প্রকাশ না করে যাওয়াই ভালো, প্রতিহিংসাপরায়ণ লোকেরা আপনার ক্ষতির চেষ্টায় সর্বদাই ব্যস্ত থাকবে। গুপ্ত শত্রু থেকে সাবধান হবেন। আত্মীয় কুটুম থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন, সকলের জন্য যতখানি পারবেন আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করুন কারোর কাছে হাত পাতবেন না। শারীরিক কোনো জটিলতা দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নিন।
বৃষ :–রাস্তা পারাপারের সময় উভয় দিক দেখে রাস্তা পারাপার করুন, নচেৎ বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। গুপ্ত শত্রু রাজনৈতিক টানাপোড়েনে অসম্মান করার সুযোগ নিতে পারে। হঠাৎ করে হাতে পায়ে খিল ধরা বা বাজত বেদনায় কষ্ট পেতে পারেন।পরীক্ষার্থীদের পরীক্ষা ভালো হবে।
মিথুন :–অভুক্ত কে অন্ন দান করুন, মনের প্রসন্নতা বৃদ্ধি পাবে এবং ঐশ্বরিক ভাব আসবে। এই সময় শেয়ারের কিছু ঋণপত্র কিনে রাখুন। কিছু ব্যবসায়ীদের আর্থিক উন্নতি প্রবলভাবে ঘটবে। রাজনীতিতে যারা আছেন তাদের ব্যাপক প্রচার লাভ হবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্র খুবই শুভ।
কর্কট :–স্ত্রী-কন্যা এদের প্রতি আন্তরিক ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করবেন, এতে আপনার সম্মান আরো উচ্চতর হবে। দাম্পত্য কলহ বা মনোমালিন্য সন্তানের সামনে কখনোই প্রকাশ করবেন না। আর্থিক দুর্নীতির সুযোগ এলেও তাঁকে এড়িয়ে চলার চেষ্টা করুন সুখী হবেন।
সিংহ :–নানা সমস্যায় জর্জরিত হলেও কারো কাছে মাথা নোয়াতে চাইবেন না, ঋণ থেকে নিজেকে দূরে রাখুন ঋণের সমস্যায় নচেৎ ভবিষ্যতে নাস্তানাবুদ হতে পারেন। বেকারের জ্বালা মেটাতে ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন। পরিচিতের হাত ধরে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে।
কন্যা :–নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ না করাই শ্রেয়, জাতিকাদের কোন দুর্বলতা যদি প্রেমিক জানতে পারে তার ক্ষতির সম্ভাবনা থাকবে। আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। ব্যবসার জন্য কোন বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন।
তুলা :–রাস্তাঘাটে কোনো গোলমাল বা জটলা দেখলে সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন নচেৎ অহেতুক ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। দুষ্কৃতীর দ্বারা চুরি বা ছিনতাই হতে পারে। ব্যাংকের ঋণ সঠিক সময়ে শোধ করলে কিছু সুযোগ-সুবিধা পেতে পারেন।
বৃশ্চিক :–বিবাহের পাকা দেখাশোনার জন্য দিন স্থির করতে পারেন। যারা রোডাইল বা করকনাথ এ ধরনের মুরগি পালন করছেন তারা আর্থিক দিক থেকে খুবই লাভবান হবেন। যারা সেলাই মেশিনের কাজ করছেন তাদের সচ্ছল ভাব শীঘ্রই আসবে, কর্মসংস্থান ও অন্নসংস্থান দুটিই হবে।
ধনু :–দীর্ঘদিনের অর্থসংকট থেকে যারা কিছুটা উন্নতি করতে পেরেছেন তাদের নতুন করে ঋণ নিয়ে কর্মসংস্থানের সুযোগ আসবে। করনা ভাইরাসের জন্য ভারতীয় অর্থনীতিতে চাপ পড়লেও ব্যক্তিগতভাবে জাতকের কোন আর্থিক অসুবিধার মধ্যে পড়তে হবে না।
মকর :–দাম্পত্যের মাধুর্য আরও গভীরতা লাভ করবে।স্বস্ত্রীক মধ্যপ্রদেশ বেড়াতে যেতে পারেন। হঠাৎ কোন ঘটনা বহু দিনেরপুরান স্মৃতিকে উসকে দিতে পারে।চঞ্চল মন নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে বিপদ ডেকে আনবেন না রাস্তা ঘাটের দুষ্কৃতী থেকে সাবধান হবেন। অপরিচিতর সঙ্গে হঠাৎ করে বন্ধুত্ব পাতিয়ে তার কাছ থেকে কোন তরল পদার্থ বা খাদ্য গ্রহণ করবেন না। ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে একটু মনোযোগী হওয়া প্রয়োজন।
কুম্ভ :–দৈনিক জমানো পয়সা থেকে ব্যবসায় লগ্নি করার মানসিকতা নিতে পারেন যা ভবিষ্যতে ভাগ্যের উন্নতি ঘটাতে সাহায্য করবে। সন্তানের বিবাহের জন্য উপযুক্ত পাত্র পাত্রীর সন্ধান করতে পারেন, কর্মক্ষেত্রে নানা অসুবিধার মধ্যে থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য সব সমস্যা মিটে যাবে। বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা নিজেদেরকে প্রস্তুত করতে পারেন।
মীন :–যাদের হাই ব্লাড প্রেসার ও উচ্চ সুগার আছে তারা সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন সঙ্গে একজন সঙ্গী রাখবেন নচেৎ হঠাৎ কোন অসুবিধায় পড়ে যেতে পারেন। কারো সঙ্গে কোনো বিতর্কে রাস্তাঘাটে জড়ানোর চেষ্টা করবেন না, সন্ধ্যার পরে পরেই ঘরে চলে আসার চেষ্টা করবেন।