লেখক : শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.
মেষ :–আর্থিক ঋণ পরিশোধের জন্য জমি বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিতে পারেন। কর্মক্ষেত্রে ব্যবসা বৃদ্ধির জন্য আর্থিক ঋণ ব্যাংক থেকে গ্রহণ করতে পারেন। হতাশ হবেন না ধৈর্য ধরে কর্মক্ষেত্রে লেগে থাকুন তাতে আপনার আর্থিক উন্নতি সম্ভব হবে। গৃহে ধর্ম-কর্মের ব্যবস্থা করতে পারেন হরিনাম সংকীর্তন এর অনুষ্ঠান হতে পারে। চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন।
বৃষ :–নতুন কিছু ভাবনা চিন্তা বা প্রযুক্তির উদ্ভাবন করে নিজের বুদ্ধির পরিচয় দিতে পারেন। প্রযুক্তিবিদ্যা বা চিকিৎসা শাস্ত্রের উচ্চ শিক্ষার জন্য যারা বাইরে যাবেন তারা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন সাফল্য আসবে। বয়স্ক পিতা মাতার জন্য যত্নশীল হন, হঠাৎ অসুস্থতায় চিকিৎসকের পরামর্শ নিন। আর্থিক উন্নতি ও পারিবারিক সম্পদ বৃদ্ধি পাবে।
মিথুন :–রাজনৈতিক ক্ষমতা ভোগের ইচ্ছা পূরণ হতে পারে, পাড়া বা গ্রামে সকলের কাছেই আপনি নেতৃত্বের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হবেন। ধূর্ত ব্যক্তি থেকে সাবধান হবেন আর্থিক অপচয় ঘটিয়ে দিতে পারে। সন্তানের শিক্ষার জন্য আর্থিক ব্যয় বৃদ্ধি পাবে। দূরের আত্মীয়ের দুঃসংবাদ মানসিক ভাবে ভারাক্রান্ত হতে পারেন। দূর শিক্ষার সাহায্য নিতে পারেন নিজের উচ্চ ডিগ্রী লাভের জন্য।
কর্কট :–মানসিক শান্তির জন্য কোন মঠ মিশনে বা কোন সমাজকল্যাণমূলক সংস্থায় গিয়ে নিজেকে যুক্ত করতে পারেন। সন্তানের শিক্ষার জন্য মোটা অর্থের চাপ আসতে পারে, অর্থ জোগাড়ের জন্য আপনাকে হিমশিম খেতে হতে পারে। কর্মক্ষেত্র শুভ।
সিংহ :–সমাজকল্যাণমূলক সংস্থায় নিজের সঞ্চিত অর্থ দান করতে পারেন, কর্ম সংযোগ হিসেবেও অবসরকালীন সময় সেই সংস্থাগুলোতে দিতে পারেন। দাম্পত্য জীবন সুখের পারিবারিক দিক শুভ। ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য কর্মক্ষেত্রে কিছু সুশিক্ষিত কর্মচারী নিয়োগ করতে পারেন ব্যবসার উন্নতি ও আর্থিক উন্নতি ঘটবে। ছাত্র-ছাত্রীদের খুব বেশি মোবাইল হাতে নিয়ে বসে থাকাটাই শিক্ষার কাল হতে পারে, সচেতন হওয়ার চেষ্টা করুন।
কন্যা :–হেরে যাওয়া জীবনে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন কিছু পন্থা বের করতে পারেন কূটকৌশলের ও সাহায্য নিতে পারেন। পারিবারিক দিকে ভ্রাতা ভগিনীদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হতে পারে, পারিবারিক অনুষ্ঠানে সমস্ত সম্পর্কিত ভাইয়েরা এক জায়গায় হতে পারেন। কর্ম ক্ষেত্রে নতুন কিছু করে দেখানোর মানসিকতা আপনাকে কাজের উৎসাহ যোগাবে।
তুলা :–মনের মতন বাড়ি তৈরি করে সেখানে ছোট বাগান তৈরীর ইচ্ছা পূরণ হতে পারে, ছাদের উপরেও বিভিন্ন সময় কালীন ফুলের চাষ বাস করতে পারেন। কর্ম ক্ষেত্রে নানা জটিলতা আপনাকে নিতে হতে পারে বা সহকর্মীরা আপনার ঘাড়ে দোষ চাপাতে পারে। উচ্চশিক্ষার জন্য চিন্তা ভাবনা করতে পারেন, প্রযুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনার কথা ভাবতে পারেন।
বৃশ্চিক :–কর্ম ক্ষেত্রে নানা জটিলতার মধ্যেই আপনার কাজ সুচারু ভাবে সুসম্পন্ন হবে যা দেখে সকলেই অবাক হবেন। বহু দিনের ইচ্ছা একটা চার চাকার গাড়ি কেনার সেই ইচ্ছা আপনার আজ পূরণ হবে। শেয়ার বাজারে অর্থ লগ্নি করতে পারেন। হঠাৎ করে লটারিতে অর্থ প্রাপ্তির যোগ আছে। ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে শুভ উচ্চ শিক্ষা হবে।
ধনু :–পুঁথিগত বিদ্যা আপনার নাও থাকতে পারে কিন্তু আপনার জ্ঞান অপরিসীম এবং তা ব্যবহারের ক্ষেত্রে কাজে লাগিয়ে আপনি সকলের কাছ থেকে সুনাম পাবেন। রাজ্য বা জাতীয় স্তরে যারা সাঁতার ভলিবল প্রভৃতি খেলায় উন্নতি করেছেন তাদের চাকরি সম্ভব হবে।
মকর :–চোরের উপর রাগ করে মাটিতে ভাত খেতে বসবেন না, কঠিন পরিস্থিতির মোকাবিলার জন্য নিজেকে প্রস্তুত করুন সম্পূর্ণরূপে সফল না হলেও কিছুটা তো সফল হবেনই। অর্থ বিনিয়োগ করে রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াইয়ে আংশিক সাফল্য লাভ করতে পারেন। কর্মক্ষেত্র আর্থিক দিক শুভ।
কুম্ভ :–অনেক কিছু করার মানসিকতা নিয়ে কাজের ভিতর নেমে পড়লেও বাস্তব ক্ষেত্রে সেই কাজের আংশিক সাফল্য পাবেন। অংশীদারি কারবারে অর্থ লগ্নি করতে পারেন, জমি বা বাড়ির সামনের দিক ব্যবসার ক্ষেত্র হিসেবে ব্যবহার আপনার পক্ষে লাভজনক হবে। অহেতুক কারোর সঙ্গে বচসায় জড়িয়ে যাবেন না। শিক্ষা ক্ষেত্রে শুভ।
মীন :–পড়াশোনার ক্ষেত্রে ছোট শিশুদের গায়ে হাত তুলবেন না, আপনার অজান্তে বা অজ্ঞাতে ওই শিশুর কঠিন কোনো আঘাত লেগে যেতে পারে, বিপদের ঝুঁকি থেকে যাবে। কাজের ক্ষেত্রে অন্যমনস্কতা আর্থিক ক্ষতির কারণ হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীদের ফল প্রকাশের আশায় মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে।