দৈনিক রাশিফল : ১১/০৩/২০২০

লেখক : শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.
মেষ
:–হরিনাম সংকীর্তন এর ভেতর দিয়ে গৃহে মন্দির প্রতিষ্ঠা করতে পারেন, বহু ভক্ত সমাগমে বহু মানুষকে প্রসাদ বিতরণ করতে পারেন। আপনার ও গৃহের সকলেরই একটা মানসিক শান্তি লাভ ঘটবে। কর্মক্ষেত্রে উর্দ্ধতন কর্তৃপক্ষ ছাড়া বিশেষ কোনো সিদ্ধান্ত আপনি নিজে নিতে যাবেন না, অপবাদের ভাগীদার হতে পারেন।
বৃষ :–প্রতিপক্ষকে লেজেগোবরে ফেলার জন্য কুটকৌশল খুব ভালো কাজ করবে, সকলের সামনেই তাকে অপদস্ত করতে সক্ষম হবেন।কর্মক্ষেত্রে সফলতা আসবে, ব্যবসাক্ষেত্রে লগ্নি করার ক্ষেত্রে একটু ভাববেন বিশেষ করে শেয়ার বাজারে এখনই লগ্নি করতে যাবেন।
মিথুন :– নিজের ক্ষমতার বাইরে বা যোগ্যতার বাইরে কাজের দায়িত্ব নিয়ে হেনস্থা হতে পারেন, কোনো বন্ধু বা সহকর্মীর হাত ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, কিছুটা হলেও সফলতা আসবে। শেয়ারবাজারের ওটা পড়ার দিকে সঠিক ভাবে নজর রাখুন, সামান্য লগ্নি করুন। ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে শুভ দুশ্চিন্তা না করাই শ্রেয়।
কর্কট :–আধ্যাত্মিক ধ্যান-ধারণা চিন্তাভাবনা প্রভৃতির উন্মেষ ঘটাতে মঠ মিশনের দীক্ষা গ্রহণ করতে পারেন, সৎসঙ্গ আনন্দ বাজার করতে পারেন। স্বামী বিবেকানন্দ রচনাবলী প্রত্যহ পাঠ করতে পারেন। কর্মক্ষেত্রের চঞ্চলতায় নিজেকে ব্যস্ত রাখতে পারেন। আর্থিক দিক শুভ, পারিবারিক দিক শুভ।
সিংহ :–অভিভাবক হিসেবে সন্তানের খেলাধুলার দিকে নজর দিন, মোবাইল কিনে দিয়ে সন্তানের দৈহিক ও মানসিক ক্ষতি করবেন না। নবদম্পতির উভয়ই কর্মক্ষেত্রে ব্যস্ত থাকায় সারা দিনের শেষে ঘরে এসে সুখ ও সমৃদ্ধির বৃদ্ধি করতে সক্ষম হবেন। শেয়ারবাজারে অর্থলগ্নি করলে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে।
কন্যা :–হাতের কাজ শিখে নতুন কিছু করার পরিকল্পনা নিতে পারেন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীকে একটা দল তৈরি করে সবাইকে কাজে নিয়োগ করতে পারেন, আপনার সাথে অন্যের ও পেটের রুজি-রোজগার হয়ে যাবে। ছাত্র-ছাত্রীদের সামনেই রেজাল্ট আউট হবে সেজন্য দুশ্চিন্তার কোন কারণ নেই।
তুলা :–কোনোরকম ভাবনা চিন্তা না করেই অর্থ লগ্নি করা বা কোন কাজে ঝাঁপিয়ে পড়ার বেঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। ঝড়ে ফল-ফলাদি গাছের বেশ কিছু ক্ষতি হতে পারে, ফল ফলের বাগানের কেনাবেচায় অর্থলগ্নি করতে পারেন। ব্যবসায় সাফল্য এক্ষেত্রে আসবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন দুশ্চিন্তার কারণ নেই। শিক্ষা ক্ষেত্রে খুবই শুভ।
বৃশ্চিক :–চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথা-বেদনা বা চর্ম রোগের ঔষধ সেবন করবেন না, অন্যথায় রোগপীড়ার সৃষ্টি হতে পারে যা আপনার পক্ষে খুবই কষ্টকর ও মারাত্মক উপসর্গ হিসেবে দেখা দিতে পারে। সন্তানের কর্মসংস্থানের জন্য কাউকে ঘুষ দেবেন না, অর্থ ফেরত বা কর্ম কোনটাই পাবেন না।
ধনু :–জরুরী কাজে হঠাৎ আপনাকে গৃহের বাইরে যেতে হতে পারে ভ্রমণযোগ আছে। ব্যবসা সংক্রান্ত নানা বুদ্ধি প্রবাসে বসে খাটাতে পারেন যা অর্থাগম ঘটাবে। ভুল চিকিৎসায় বা ঔষধের প্রতিক্রিয়া অন্য কোন রোগের সৃষ্টি হতে পারে সাবধান হবেন। কর্মক্ষেত্র ও দাম্পত্য জীবন সুখের হবে।
মকর :–কর্মক্ষেত্রে পরিচিত বা পরিচিতার সঙ্গে প্রণয় পাশে আবদ্ধ হতে পারেন, আনুষ্ঠানিক বিবাহ শীঘ্রই হয়ে যাবে। কর্মক্ষেত্রে বাইরে থেকে নানা চাপ আসতে পারে ঘুষ খাওয়ার জন্য আপনাকে চাপ দিতে পারে, অনৈতিক কোন কাজ আপনাকে দিয়ে জোর করে করিয়ে নেওয়ার চেষ্টা হতে পারে। কন্যার বিবাহের সমস্ত কিছু আয়োজন সুসম্পন্ন করতে সক্ষম হবেন।
কুম্ভ :–কর্ম ক্ষেত্রের সকল জটিলতা কাটিয়ে সহকর্মীদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে কর্মক্ষেত্রে সফলতা আনতে পারবেন। সঙ্গীত জগতের সঙ্গে যারা জড়িত তাদের সুনাম অর্জন ও আর্থিক দিক এর উন্নতি ঘটবে। দাম্পত্য জীবনের মনোমালিন্য থাকলেও সন্ধ্যার পর তা কেটে যাবে। যারা আইন নিয়ে পড়াশোনা করছেন তারা জীবনে প্রথম অর্থনৈতিক সাফল্য লাভ করবেন।
মীন :–অন্যের দ্বায়িত্ব কাঁধে নিয়ে নিজে কষ্ট ভোগ করতে পারেন। ঘটের বা আলমারির চাবি হারাতে পারেন সাবধানে গুছিয়ে রাখুন। সন্তানেরজন্য দুশ্চিন্তা হতে পারে।ঘরের বৌ কন্যাসমা শাশুড়ী মাতা হিসাবে আপনার দ্বায়িত্ব পালন করুন। আর্থিক দিক শুভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *