দৈনিক রাশিফল : ০৯/০১/২০২০

মেষ :– অর্থ কেলেঙ্কারির দায় আপনার ঘাড়ে চাপতে পারে, গুপ্ত শত্রু আপনার চারপাশে ঘিরে রেখেছে আপনাকে, সাবধানে থাকুন। ব্যবসার কাজে ভিন রাজ্যে চলে যেতে পারেন। স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা চার্টার একাউন্ট বা আইন নিয়ে পড়াশোনা করতে পারেন।
বৃষ :– ডিম, মাছ মাংস যারা রপ্তানি করে তাদের ব্যবসা বাণিজ্য ভালই হবে। হঠাৎ করে লটারিতে অর্থ লাগতে পারে। শেয়ারবাজারে অর্থ লগ্নী করে লাভবান হবেন। সন্তানের বিবাহ দিয়ে নিজেকে অনেকটা দায় মুক্ত মনে করতে পারেন।
মিথুন :– গ্রহবৈগুন্যের জন্য হোম যজ্ঞ করতে পারেন।ব্যবসায়িক সাফল্য সবদিক থেকে আসবে। বাইরে অর্থ ব্যয়ের ঝুঁকি নেবেন না। প্রেমিক বা প্রেমিকার ফাঁদে পড়ে সর্বস্ব খোয়াতে পারেন। হঠকারী সিদ্ধান্ত নেবেন না। মানসিকভাবে নিজেকে সংযত রাখুন।
কর্কট :– ধীরে ধীরে হলেও আপনার কাজ সঠিক সময়েদ হয়ে যাবে। ব্যবসায়ীদের খুব ভালো চলবে। শেয়ারবাজারে লগ্নি করার আগে সবদিক বিবেচনা করে দেখে নেবেন। শিক্ষার্থীদের পড়াশোনা ঠিক হবে, কোন চাপ থাকবে না।
সিংহ :– জীবন দৌড়ে ছুটতে ছুটতে ক্লান্ত না হয়ে জীবনের শেষ প্রান্তে যারা দাঁড়িয়ে এখনো পর্যন্ত তরুণ সমাজকে উদ্বুদ্ধ করে চলেছেন তারা সামাজিক স্বীকৃতি পাবেন। ভালোবাসার দিকগুলো পরিবারের কাছে কঠিন হয়ে দাঁড়াতে পারে।
কন্যা :– দুর্নীতির হাতছানি থেকে নিজেকে রক্ষা করে গর্বিত বোধ করবেন।
পথ শিশুদের জন্য সমাজ কল্যাণমূলক এবং গঠনমূলক কোন ভাবনা চিন্তা আপনি নিতে পারেন, এনজিও গঠন করে মানব কল্যাণ এর কাজ করতে পারেন।
তুলা :– জমি সংক্রান্ত বিবাদ মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখার প্রয়াস নিন। আলু ও পেঁয়াজের ব্যবসা খুব ভালো লাভবান হবেন। ছাত্র-ছাত্রীদের পক্ষে পড়াশোনার চাপ থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন।
বৃশ্চিক :– মাথা গরম করে কাজ করলে বেশিরভাগ কাজই ভুল হতে পারে সাবধান হওয়া বাঞ্ছনীয়, হঠকারী কোন সিদ্ধান্ত নেবেন না।সন্তানের অবাধ্যতা নিয়ে মানসিক চাপ তৈরি হতে পারে। ব্যবসায়িক দিকে লাভবান হবেন।
ধনু :– চাকরিজীবীদের বেতন সংক্রান্ত সমস্যা থাকবে। উচ্চমাধ্যমিকের পড়ুয়ারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করুন। দুটো কোন সিদ্ধান্ত নিয়ে বন্ধুকে চরম বিপদের হাত থেকে রক্ষা করতে পারেন।বেসরকারিভাবে ব্যক্তিগত কোন ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ না করাই ভালো।
মকর :– ব্যবসায়িক মূলধন বাড়াতে সরকারি ঋণ গ্রহণ করার চেষ্টা করুন দেরি হলেও তেমন কোনো অসুবিধে হবে না। স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা আইন নিয়ে বাইরের রাজ্যে পড়াশোনা করতে পারেন।
কুম্ভ :– জল এবং রাস্তাঘাট নিয়ে সমস্যার সমাধান করতে গ্রাম্য মিটিং এর নেতৃত্ব দিতে পারেন। ফুলের চাষ করে লাভবান হবেন। ইট বালি সিমেন্ট এর কারবারিরা খুব বেশি লাভবান হবেন।
মীন :– প্রোমোটারি ও ঠিকাদারি ব্যবসা যারা করছেন তারা সরকারি বড় টেন্ডার লাভ করতে পারেন, আর্থিক দিক খুবই আশাপ্রদ। ব্যবসা বাণিজ্য ভালো চলবে, শেয়ার মার্কেটে লগ্নি করতে পারেন! ছাত্র-ছাত্রীদের মানসিক চঞ্চলতা থাকলেও পড়াশোনা ঠিক ঠিক হবে।
— শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *