লেখক : শ্রী সঞ্জয়, ফোন : 9932232291।
মেষ :–অর্থনৈতিক সমস্যা দূর করতে আপনি ছোট বাগান তৈরি করে সেখানে বিভিন্ন ফুলের ও ফলের চারা গাছ লাগিয়ে নার্সারি গড়ে তুলতে পারেন। অর্থনৈতিক চাপ সামলে উঠে নতুন করে কর্মক্ষেত্রকে গড়ে তুলতে পারবেন।
বৃষ :–কৃষি ক্ষেত্রের পারিবারিক জমি কমে যাওয়ার ফলে অর্থনৈতিক চাপে পড়তে পারেন। যারা শুধুমাত্র গৃহশিক্ষকতা করে জীবন যাপন করতেন তাদের মানসিক দিক থেকে হতাশা বৃদ্ধি পেতে পারে। কর্মসূত্রে পরিচিতির উপর বৈবাহিক সম্পর্ক গড়ে উঠতে পারে।
মিথুন :–কোন কথা কে নতুন ভাবে ঘুরিয়ে-ফিরিয়ে গুছিয়ে বলে আপনি মানুষকে মোহিত করতে পারবেন। কাজের নানাদিক আপনার সামনে ধীরে ধীরে উন্মুক্ত হয়ে যাবে, অর্থনৈতিক চাপ আসলেও ধীরে ধীরে তা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। ছাত্র-ছাত্রীরা শিক্ষাক্ষেত্রে নিয়ে দুশ্চিন্তায় থাকতে পারেন।
কর্কট :– আপনি আপনার পছন্দসই কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবেন। চিকিৎসা শাস্ত্রে পাঠরত বা সবে শিক্ষা শেষ করেছেন তাদের জন্য সর্বভারতীয় ক্ষেত্রে কাজের সুযোগ আসতে পারে। অতিরিক্ত মাদক সেবনে নিজের স্বাস্থ্য সম্পদকে নষ্ট করবেন না।
সিংহ :–অধস্তন কর্মচারীর বারংবার গাফিলতি কর্মক্ষেত্রে আপনাকে বিব্রত করতে পারে। হঠাৎ কোন আত্মীয় বিয়োগের সংবাদে মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। বেকারত্ব কাটাতে ছোটখাটো ব্যবসায় নামতে পারেন।
কন্যা :–যানবাহনের ব্যবসা ভালো হবে বিশেষ করে ছোট টোটো গাড়ি চালাতে পারেন। ছোটখাটো সমস্যায় বিব্রত বোধ করবেন। খুব বেশি দুশ্চিন্তা করবেন না,অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য চাকুরির পরীক্ষা প্রস্তুতি নিতে পারেন। ভাই বা বোনের নিয়ম-নীতি মেনে অনুষ্ঠান ছাড়াই বিবাহ দেওয়ার ব্যবস্থা করতে পারেন।
তুলা :–হাঁস মুরগির ডিমের যারা ব্যবসা করছেন তারা লাভবান হবেন এছাড়া যারা মুরগির বাচ্চা তৈরীর হ্যাচারি করেছেন তারাও লাভবান হবেন। করোনা ভাইরাস এর থেকে সাবধানে থাকবেন নিয়ম নীতি মেনে চলুন। প্রেম প্রীতি শুভ বিবাহের দিনক্ষণ স্থির হতে পারে ও পাকা কথা হতে পারে।
বৃশ্চিক :–চাকুরীজীবীদের কাজের চাপে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। আমদানি রপ্তানি ব্যবসায় যারা যুক্ত তাদের অর্থনৈতিক দিক শুভ। শেয়ার বাজারে অর্থ লগ্নি করতে পারেন। শিক্ষা ক্ষেত্রে শুভ পড়াশুনা ভালো হবে দুশ্চিন্তার কারণ নেই।
ধনু :–সহজ সরল মনে কাউকে অর্থ ঋণ দেবেন না, কোন সিদ্ধান্ত নেবার আগে সবদিক যাচাই করে নিন। দীর্ঘ দিনের প্রেম, ভুল বোঝাবুঝিতে নষ্ট হতে পারে, বিবাহ অন্যত্র ঠিক হয়ে যাবে, মনের মধ্যে কষ্ট থেকে যাবে।ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেবেন। স্কুল কলেজ বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে।
মকর :– বৃহৎ বাণিজ্য সংস্থায় কর্মরত যারা তারা কর্মক্ষেত্র পরিবর্তন করতে পারেন নতুন সংস্থায় উচ্চ পদে উচ্চ বেতনে নিয়োগ পাবেন। মাঝারি ও ছোট শিল্প ক্ষেত্রে যারা কর্মরত তাদের কর্ম হারা হওয়ার সম্ভাবনা প্রবল। ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা লাভের সম্ভাবনা প্রবল হলেও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় পিছিয়ে যেতে হতে পারে।
কুম্ভ :–চাকুরির লোভ দেখিয়ে আপনার কাছ থেকে টাকা আত্মসাৎ করতে পারে। সাবধান হবেন আপনার আসেপাশে সুযোগের অপেক্ষায় এই ধরনের চিটিংবাজ দালাল বন্ধুর ছদ্মবেশে আছে।অর্থনৈতিক চাপ আসতে পারে। পারিবারিক জীবন ও দাম্পত্য জীবন সুখের হবে।
মীন :–শেয়ার বাজারে বুঝে অর্থলগ্নী করুন। ব্যবসায় অর্থলগ্নি করে লাভবান হবেন, সবজি চালডাল মুদিখানার ব্যবসায় লাভবান হবেন। পড়াশোনার জন্য মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য মঠ ও মিশনে যাতায়াত করতে পারেন।