মেষ :– মানসিক দুশ্চিন্তা চেপে রেখে প্রেমিক-প্রেমিকার মধ্যে মন কষাকষিতে মানসিক কষ্ট পেতে পারেন। সন্তানের শিক্ষার জন্য দূরের কোন স্কুল বা কলেজে হোস্টেলের ব্যবস্থাপনায় ভর্তি করতে পারেন। ঠিকাদারী ও প্রোমোটারের ব্যবসায় লাভবান হবেন। নতুন চাকরিতে যোগদানের জন্য বাইরের রাজ্যে যেতে পারেন।
বৃষ :– ফুল ফলের বাগান বাগিচা করে পরিবেশকে যেমন সুন্দর করে তুলছেন তেমনি ব্যবসা যদি কেউ করেন তিনি লাভবান হবেন। ছোট নার্সারি করে গাছের চারা তৈরি করে অন্যকে বাগান তৈরি করার ইচ্ছা জাগিয়ে দিতে পারেন।রাজনীতিতে নিজের একটা জায়গা তৈরি করতে পারেন। ছাত্রছাত্রীরা জোট বেঁধে বা দলবদ্ধ হয়ে শিক্ষামূলক ভ্রমণে পাহাড়ে বা সমুদ্রে যেতে পারেন।
মিথুন :– পিতা-মাতা ও গুরুজনের অসুস্থতার খবর পেয়ে মানসিক উদ্বিগ্নতা বোধ করতে পারেন ব্যবসার জন্য ট্রলার ভাড়া করে চিংড়া মাছ ও সমুদ্রে ইলিশ মাছ ধরার ব্যবস্থা করতে পারেন। পশুপালন ও পানের বরজ করার জন্য সরকারি লোন পেতে পারেন। কন্যার বিবাহের জন্য সুখবর পেতে পারেন। ছাত্র-ছাত্রীরা বনভোজনে যেতে পারেন।
কর্কট :– সকলের উপকার করুন কিন্তু কারোর মন পাওয়ার আশা করবেন না। সম্পত্তি নিয়ে পিতা-মাতার সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। ফ্ল্যাট কেনার জন্য বন্ধুবান্ধব অর্থ সাহায্যকরতে পারে।
ব্যবসায় উন্নতির জন্য ব্যঙ্ক ঋন নিতে পারেন।
সিংহ :– জেদ রাখতে শ্বশুরবাড়ির সঙ্গে মতবিরোধে না যাওয়াই ভালো, দাম্পত্য কলহ মিটিয়ে নিন সুখ বৃদ্ধি পাবে।ব্যবসা-বাণিজ্যে আইনগত কর সংক্রান্ত দিক ঠিক ভাবে লক্ষ্য রাখুন। শেয়ার ব্যবসায় লাভবান হবেন এবং নতুন শেয়ার আরো ক্রয় করতে পারেন। ছাত্র ছাত্রীরা নিজেদের মধ্যে রেষারেষি না করে পড়াশোনা নিয়ে রেষারেষি করলে ফল ভালো হবে।
কন্যা :– নানা মেলাতে যারা বিজ্ঞাপনের কাজ করছেন তাদের ব্যবসা এবং আর্থিক দিক শুভ হবে, মাছ ও সবজির হোলসেল ব্যবসায় যারা আছেন তাদের আর্থিক উন্নতি ঘটবে। এই সময় যারা নতুন ব্যবসার ঝুঁকি নিতে চাইছেন তারা কেক ও ছোট খাবারের (রেস্টুরেন্ট) দোকান খুলতে পারেন। ছাত্র-ছাত্রীদের একটু অমনোযোগী হওয়ার সম্ভাবনা বেশি।
তুলা :– বিভিন্ন মেলাতে বা ক্লাবের সংস্থায় সংগীত পরিবেশন করে সুনাম অর্জন করতে পারেন, খ্যাতি ও যশ ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। আর্থিক আনুকূল্য পাবেন বিদেশে পড়ার সুযোগ নষ্ট করবেন না।শিক্ষক-শিক্ষিকারা নতুন কোন লেখার মাধ্যমে নিজের পরিচয় লেখক বা লেখিকা হিসেবে পেতে পারেন। আইনের স্নাতকরা কোর্টে প্র্যাকটিস এর জন্য প্রস্তুতি নিতে পারেন।
বৃশ্চিক :– ক্লাব বা কোন প্রতিষ্ঠানের সদস্য বা ক্লাব কর্মকর্তা হিসেবে সামাজিক বা উন্নয়নমূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেন। পশু পাখি পালনের দ্বারা দুধ ও মাংসের ব্যবসা করতে পারেন।বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী হতে পারে রাজ্যের বাইরে। ছাত্র-ছাত্রীরা দলবেঁধে বনভোজনে যেতে পারেন।
ধনু :– রক্তদান ও নানা শিবিরে যোগদান করতে পারেন, গঠনমূলক কাজের জন্য সুনাম পেতে পারেন। কৃষিজ পণ্যের মধ্যে ধান চাষ করে ভালো মুনাফা হবে।ব্যবসায়িক কাজের জন্য বাইরের রাজ্য থেকে ডাল শস্য আনতে পারেন ভবিষ্যতে ভালো মুনাফা পাবেন। জয়েন্ট এর পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করলে রেজাল্ট ভালো হবে।
মকর :– অপরের উপকারিতা স্বীকার করলে খুব একটা ক্ষতি হবে না, কাউকে অপমান করার আগে একটু ভাববেন সে কতখানি দোষী। যারা জুয়েলারি ব্যবসার গ্রহ রত্ন পাথর বিক্রি করেন তাদের ব্যবসায়িক উন্নতি ঘটবে। বেসরকারি কল কারখানার কাজে যোগদান করতে পারেন।ছাত্র ছাত্রীরা পড়াশোনায় একটু অমনোযোগী হয়ে যেতে পারেন।
কুম্ভ :– দয়া পরবশ হয়ে মানুষের জন্য কিছু করার ইচ্ছা আপনার মনে জাগতে পারে,অনাথ আতুরের সেবায় আত্মনিয়োগ করতে পারেন।আর্থিক ঋণ মেটাতে জমি বিক্রয় করতে পারেন। ফল ও সবজির ব্যবসায় মুনাফা করতে সক্ষম হবেন।বহুজাতিক সংস্থায় প্রযুক্তিবিদ হিসেবে চাকুরী পেতে পারেন। ছাত্র ছাত্রীদের পড়াশোনা ভালো হবে আরেকটু মনোযোগী হলে ভালো হয়।
মীন :– কর সংক্রান্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন আইনগত ঝামেলা থেকেও মুক্তি হবে। বেসরকারী চাকুরীর পরীক্ষা যারা দিয়েছেন তাদের পরীক্ষা ভালো হবে চাকুরীর আশা করতে পারেন। ভ্রমণের উদ্দেশ্যে বিদেশে বসবাসকারী আত্মীয় বন্ধুর কাছে যেতে পারেন। ছাত্র-ছাত্রীর বছর শেষে আনন্দে মশগুল হতে পারেন।
— শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.