লেখক : শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.
মেষ :–নিজের খেয়াল খুশি মতন জীবনযাত্রা পালন করা বাঞ্ছনীয় নয়। মাদকাশক্ত জাতক-জাতিকারা সাবধান হবেন। অতিরিক্ত নেশা করার জন্য সন্তান নেয়ার পক্ষে অসুবিধা হতে পারে। পারিবারিক দিক শুভ। ফৌজদারি কেসের ঝামেলায় জড়াতে পারেন।
বৃষ :–রাস্তাঘাটের তৈরি নিম্নমানের খাবার খেয়ে শারীরিক অসুবিধা ঘটতে পারে। সন্তান প্রবাসে থাকার জন্য দুশ্চিন্তা হতে পারে। মাছের ব্যবসায়ীরা লাভবান হবেন। পারিবারিক সম্পর্ক ঠিক রাখতে বাইরে কোথাও ভ্রমণে যেতে পারেন। মন মেজাজ ফুরফুরে থাকবে।
মিথুন :–কাউকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন, পরিচিতজনের কাছে ঋণ না করাই শ্রেয়। চাকরির লোভ দেখিয়ে আপনার কষ্টার্জিত অর্থ দুষ্কৃতকারী আত্মসাৎ করতে পারে। প্রোমোটারি ব্যবসায় আর্থিক উন্নতি ঘটবে। যারা মাংস ও ডিমের ব্যবসা শুরু করবেন ভেবেছেন তারা একটু থেমে গেলে ভালো হয়।
কর্কট :–ধৈর্য ধরুন অনেক কাজ বাকি আছে। ধৈর্য ও সহনশীলতা মানুষের একটা শুভ দিক। রিমাইজার হিসেবে কোন ব্রোকার হাউজের সঙ্গে কাজ করতে পারেন। বিভিন্ন বন্ড ক্রয় করতে পারেন, ব্যাংকে টাকা রাখার থেকে শেয়ারে শেয়ার বাজারে টাকা খাটানো অনেক লাভজনক।
সিংহ :–বিভিন্ন ব্যাংকের বা ভবিষ্যতে এলআইসির মত কোম্পানির বা গোল্ডের শেয়ার ক্রয় করবার মানসিকতা এখন থেকে তৈরি হতে পারে। আইন-আদালতে পার্টিশন কেস থাকলে তা ফয়সালা হতে পারে। ট্রেনে বাসে সাবধানে চলাফেরা করুন দুষ্কৃতীর দ্বারা হেনস্থা হতে পারেন।
কন্যা :–যাদের এই দিনটাতে বিবাহবার্ষিকী তাদের মনে খুশির জোয়ার বয়ে যাবে ও আনন্দের সঙ্গে দিনটা কাটবে। দীর্ঘদিন পর সন্তান আসার সংবাদ পেয়ে আনন্দে খুশিতে পরিবারের সকলের মন ভরে যাবে। আর্থিক ক্ষেত্রসমূহ শুভ, চাকুরী ক্ষেত্রে কোন ঝামেলা থাকবে না।
তুলা :–খাদ্য খাবার নষ্ট না করে গরিবের মুখে সেটুকু তুলে দেওয়ার জন্য প্রকাশ্যে প্রচার অভিযানে নামতে পারেন। শেয়ারবাজারে অর্থলগ্নি করতে পারেন নিশ্চিত লাভের জন্য পি এম এস এ অর্থ জমা বা রাশি জমা করতে পারেন। লাভ জিহাদের শিকার হয়েও শত্রুর মুখ থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন।
বৃশ্চিক :–গ্রামে গঞ্জের রাস্তাঘাটের বেহাল অবস্থা সারাইয়ের জন্য আন্দোলনের নেতৃত্ব দান করতে পারেন। পরিবারের কোন অসুস্থ রোগীকে নিয়ে যমে মানুষের টানাটানি চলতে পারে। ছোটখাটো ব্যবসা খুলে সংসার চালাবার জায়গা তৈরি করে ফেলতে পারেন। অন্যের মুখাপেক্ষী হয়ে বসে থাকা আপনার আত্মসম্মানে গরিমায় বাঁধবে।
ধনু :–সারা জীবন সকলের কাছে পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন। জাতির শিক্ষাদীক্ষায় ও তাদের উন্নতিতে নিজেকে উৎসর্গ করতে পারেন। ব্যাংক বা পোস্ট অফিসে চাকরির জন্য মনোনীত হতে পারেন। বাণিজ্যে বসতি লক্ষী এই ধারণার বশবর্তী হয়ে নিজেকে বাণিজ্যিক জায়গায় নিয়ে আসতে পারেন।
মকর :–নিজের রাগ ক্রোধ হিংসা সামলিয়ে কর্মচারীর সঙ্গে কথা বলা শ্রেয় ছোটদের কাছ থেকে গ্যাস সিলিন্ডার দূরে সরিয়ে রাখুন বাচ্চাদের সামলিয়ে রাখুন দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। স্কুল কলেজে যারা শিক্ষকতা করছেন তাদের আর্থিক ক্ষেত্রে খুবই শুভ হবে।
কুম্ভ :–সামাজিক কাজকর্মের মধ্যে নিজেকে সবসময় যুক্ত বা ব্যস্ত রেখে চলতে পারেন, নিজের পাড়া বা গ্রামে রক্তদান শিবির গঠন করে এবং তা পরিচালনা করে নিজের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করতে পারেন। পারিবারিক দিক শুভ। শিক্ষাক্ষেত্রে উন্নতি সম্ভব হবে।
মীন :–ফেসবুকে বন্ধুত্ব করে নিজের জীবন সঙ্গী বাছাই করতে পারেন। তবে সাবধান হবেন লাভ জিহাদের শিকার হবেন না। ব্যবসা ক্ষেত্রে লাভজনক জায়গায় আপনি সবসময়ই থাকবেন। কোথায় কোথায় ঘুরতে যাবেন তা আগেই নির্দিষ্ট করে জেনে নেবেন।