লেখক : শ্রী সঞ্জয়, ফোন : 9932232291.
মেষ :–বুদ্ধি বলে আপনি আপনার নিজের কাজ হাসিল করে নিতে সক্ষম হবেন।ভালো লাগা সমস্ত জিনিস পছন্দসই সকল জিনিস আপনি নাও পেতে পারেন। দাম্পত্য জীবন মোটামুটি সুখের বলা যায়। শিক্ষাক্ষেত্র নতুন দিক খুলে যেতে পারে।
বৃষ :–দুর্ভাগ্য কে পরাস্ত করতে আধ্যাত্বিক দিকে পূজা-পার্বণের সাহায্য নিতে পারেন। অতিরিক্ত গরমে শরীর কাহিল হয়ে যেতে পারে, যত্রতত্র জল পান করবেন না উদারাময় ঘটতে পারে।সামাজিক দূরত্ব বজায় রাখুন, অহেতুক কাউকে স্পর্শ না করাই শ্রেয়।
মিথুন :–নিজের মত প্রকাশ সঠিকভাবে নাও করতে পারেন রাজনৈতিক চাপের কাছে মাথা নত করতে হতে পারে। ব্যবসাক্ষেত্রে ব্যবসায়িক সংগঠনের কথা শুনে আপনি লাভবান হবেন। আর্থিক ক্ষেত্রে চাপ থাকবে, স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে।
কর্কট :–কোম্পানির হোলসেলার বা স্টকিস্ট হলে ব্যবসায়ীর নতুন দিক খুলে যেতে পারে,নতুন কিছু কোম্পানির সঙ্গে আপনার যোগাযোগ ঘটবে। আর্থিক ক্ষেত্রে মুনাফা ভালোই থাকবে। পারিবারিক শুভ অনুষ্ঠান একেবারেই সংক্ষেপে সারতে হবে।
সিংহ :–ব্যবসা-বাণিজ্যে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাবে, সরকারি বিভিন্ন লোন প্রকল্পে আপনি ঋণ গ্রহণ করতে পারেন, ভেঙে পড়া ব্যবসা আবার উঠে দাঁড়াবে। নিজের পাড়া বা গ্রামে নিজের ক্ষমতা নেতৃত্ব দেখানোর সুযোগ পাবেন।
কন্যা :–কর্ম ক্ষেত্রে খুব বুদ্ধির সঙ্গে কঠিন জটিলতা কে পাশ কাটিয়ে বিপদ মুক্ত হতে পারবেন। ছোটখাটো ব্যবসায়ীর পক্ষেই অর্থনৈতিক দিক শুভ।যারা নতুন পেশাগত দিকে প্রবেশ করেছেন তারা অর্থনৈতিক দিকে একটু চাপে থাকবেন। শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের মনোযোগের অভাব পরিলক্ষিত হবে।
তুলা :–প্রতারকের মিষ্টি কথায় ভুলে বহু অর্থ দিয়ে দিতে পারেন, যে অর্থের আর সহজে হদিশ পেতে পারবেন না বা ফেরত পাবেন না। নার্স ডাক্তার বা কোন সেবাকর্মী হিসেবে চাকুরী পেতে পারেন। অর্থনৈতিক দিক মোটামুটি শুভ বলা যায়। অভিভাবকগণ সন্তানের শিক্ষার দিকে নজর রাখুন।
বৃশ্চিক :–ব্যবসা খাতে নিয়োজিত মূলধনের অর্থ কিছু ভেঙে যেতে পারে সাবধান হবেন। সন্তানের উচ্চশিক্ষার জন্য দালাল ধরে অর্থ মিথ্যে খরচ হয়ে যেতে পারে,যেখানে পড়াশোনা করার জন্য এত চেষ্টা করছেন সেখানে আপনার সন্তান ভর্তি নাও হতে পারে।
ধনু :–হুকুম করে সমস্ত কাজের সমাধান হবে না ভালো রকম তদারকি করুন, প্রতিটা কাজের নিখুঁত খোঁজ খবর রাখার চেষ্টা করুন।দীর্ঘদিন লকডাউন এ মানসিক চাপ তৈরি হতে পারে, একাকীত্ব থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, পরিবারের সদস্যদের সঙ্গে দাবা লুডু খেলে সময় কাটান।
মকর :–অনুষ্ঠান ছাড়াই বিবাহের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মানসিক দিকে সুস্থিতি লাভ করতে পারেন। বেকারত্বের জ্বালা মেটাতে গৃহ শিক্ষকতা করতে পারেন। পাড়া প্রতিবেশির খোঁজ সংবাদ রেখে নানারকম সেবামূলক পরিষেবা দিয়ে মানসিক শান্তি লাভ করতে পারেন।
কুম্ভ :–যারা নার্সারি করছেন বা ব্যবসাভিত্তিক ফুলের চাষ করছেন তারা দেশে বিদেশে ফুলের চালানের ব্যবস্থা করে ভাল ব্যবসা বাণিজ্যিক দিকের পথ খুলে ফেলতে পারেন। ছাত্র-ছাত্রীরা পড়াশোনার দিকে একটু মনোযোগী হলে ভালো হয়।
মীন :–পরকীয়া প্রেমে ফেঁসে গিয়ে বিপদে পড়তে পারেন, বহু অর্থ অহেতুক নষ্ট হয়ে যেতে পারে। আইনের নানা সমস্যায় আপনি জর্জরিত হয়ে যেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আর্থিক চাপ আসতে পারে। বন্ধু-বান্ধবের সাহায্য পাবেন। ছাত্র- ছাত্রীদের শিক্ষাক্ষেত্র খুবই শুভ।