স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৩ মে: তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর দাদাগিরি। স্থানীয়রা ঘরে আটকে রাখে ওই সদস্যার স্বামীকে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া পাড়ার।
জানাগেছে, আজ সকালে হঠাৎ ফুলিয়া পাড়ার বাসিন্দা অলোকা সাহার বাড়িতে কয়েকজনকে নিয়ে হানা দেয় বেলঘরিয়া ১ নং পঞ্চায়েতের সদস্যা কল্পনা সরকারের স্বামী বিশ্বজিৎ সরকার। সেখানে পৌছে ঐ বাড়ির সদস্যদের মারধর করতে থাকে। সেই সময় এই ঘটনা স্থানীয়রা দেখতে পেলে ঐ সদস্যার স্বামী বিশ্বজিৎ সরকার সহ সকলকে ঘরে আটকে রাখে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকাজুড়ে।
জানাগেছে, ওই বাড়ির ছেলের সাথে স্থানীয় একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের পরিবার তা জানতে পেরে ঐ এলাকার পঞ্চায়েতের সদস্যা কল্পনা সরকারের স্বামীকে জানালে, তিনি তার দলবল নিয়ে এসে হামলা চালায় ঐ ছেলেটির পরিবারের উপর। ।ঘটনায় যথেষ্ট ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে ।