সায়ন ঘোষ, বনগাঁ, ১ ডিসেম্বর: আস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার গভীর রাতে উত্তর ২৪ পরগণার পেট্রাপোল থানার হরিদাসপুর ব্রিজ থেকে তাদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে ধৃত দুষ্কৃতীদের নাম, ইউনুস মন্ডল, বিক্রম বিশ্বাস, লাল্টু দাস। উদ্ধার হয় একটি গুলি ভর্তি রিভলবার সহ ভোজালি, চপার ছুরি, তালা ভাঙ্গার রড সহ আরও সামগ্রী। ধৃতরা ডাকাতির কাজে এগুলি ব্যবহার করত বলে অনুমান পুলিশের।
পুলিশ সূত্রের খবর, শনিবার রাতে গোপন সূত্রে খবর পায়, হরিদাসপুর ব্রিজের পাশে কয়েক জন দুষ্কৃতী জড়ো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছয়। পুলিশ দেখে কয়েক জন পালিয়ে যায়। ঘটনা স্থল থেকে তিন দুষ্কৃতীকে ধরে ফেলে। তাদের কাছ থেকে উদ্ধার হয়, আগ্নেয়াস্ত্র সহ ভোজালি, চপার ছুরি, তালা ভাঙ্গার রড সহ আরও সামগ্রী। পুলিশ জেরা করে জানতে পারে, তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হচ্ছিল। পেট্রাপোল থানা সহ আশপাশের বিভিন্ন থানায় তাদের নামে আগেই অনেক অভিযোগ আছে। বাকিদের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে। রবিবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।