CISF, Cyclothon, সিআইএসএফের ৫৬তম প্রতিষ্ঠা দিবসে সাইক্লোথন- এর সূচনা বকখালি তটে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৭ মার্চ: সুরক্ষিত তট সমৃদ্ধ ভারত- এর লক্ষ্যে সিআইএসএফের ৫৬তম প্রতিষ্ঠা দিবসে সাইক্লোথন- এর সূচনা হল দক্ষিণ ২৪ পরগনার বকখালি তট থেকে। উপস্থিত ছিলেন ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাঁটির আধিকারিকরা। এই সাইক্লোথন শেষ হবে পয়লা এপ্রিল কন্যাকুমারিতে।

পূর্ব ও পশ্চিম ভারতের ৬৫৫৩ কিমি সমুদ্রতট অতিক্রম করবে। বকখালি সাইক্লোথনে অংশ নিয়েছেন শতাধিক জওয়ান। আছেন ৮ জন মহিলা। এই যাত্রাপথে মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন অভিযাত্রীরা। চলবে তট সুরক্ষার পাঠ।

আজ সকালে বকখালিতে শুরু হওয়া সিআইএসএফ- এর সাইক্লোথন এদিন সন্ধ্যায় হলদিয়া এসে পৌঁছেছে। হলদিয়ার হেলিপ্যাড ময়দানে সিআইএসএফ-এর পক্ষ থেকে সাইকেল যাত্রীদের বরণ করে নেওয়া হয়। পরে এই ময়দানেই একটি মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *