পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: রাত পোহালেই দেশের বীর বিপ্লবী সন্তান তথা মহান নেতা নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী পালন করা হবে সারা দেশে। ভারত মাতার এই অবিসংবাদিত নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আজাদ হিন্দ হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় অশোক মুখার্জির উদ্যোগে মেদিনীপুর থেকে পুরুলিয়া পর্যন্ত ২৯তম সাইকেল যাত্রার আয়োজন করা হয়েছে।
এই সাইকেল যাত্রার শুভারম্ভ হবে শহরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে। এরপর শালবনী, গড়বেতা, হুমগড়, শিমলাপাল, মানবাজার হয়ে প্রায় শতাধিক কিলোমিটার পথ অতিক্রম করে পুরুলিয়া জেলায় প্রবেশ করবে।