অভিষেকের জনসভা সফল করতে সাইকেল মিছিল নবদ্বীপে

আমাদের ভারত, নদিয়া, ১২ ডিসেম্বর: নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ নদিয়া জেলার রানাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা সফল করতে অনুষ্ঠিত হল নবদ্বীপ রিক্রেশন ক্লাবের মাঠ থেকে প্রাচীন মায়াপুর নরহরি ধাম পর্যন্ত সাইকেল মিছিল।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দল কর্মসূচি শুরু করেছে। একদিকে মাননীয়া মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠকের মাধ্যমে সরকারি প্রকল্পে ঠিক মত কাজ না হওয়ায় যেমন সরকারি আমলাদের উপর নজরদারি করছেন, পাশাপাশি দলীয় নেতৃত্বের উপর কড়া হুঁশিয়ারি দিচ্ছেন। আর এতকিছুর পরও রাজ্যের বিভিন্ন জেলায় চলছে দলীয় কোন্দল।

এদিনের এই সাইকেল মিছিলে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভা জন প্রতিনিধি সুকুমার রাজবংশী সহ যুব তৃণমূলের নেতৃবৃন্দ। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী নদিয়া জেলা সফর করার সময় জেলা শহর কৃষ্ণনগরে ঘটেছিল বোমাবাজির ঘটনা। এছাড়াও জেলার
করিমপুর ব্লকে খুন হন দলীয় নেতা। এই ঘটনায় অভিযোগ ওঠে দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে।এমতাবস্থায় দেখার বিষয় আগামী ১৭ ডিসেম্বর অভিষেক বন্দোপাধ্যায় রানাঘাটের জনসভায় কি বার্তা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *