আমাদের ভারত, ৩ সেপ্টেম্বর: দীর্ঘ রাজনৈতিক টালবাহানার পর আবার একটু থিতু হয়েছে রাজস্থানের গেহেলট সরকার। আর স্থিতাবস্থা ফিরতেই করোনা মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তারা। সরকারের তরফে জানানো হয়েছে, সেপ্টেম্বর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী সহ আধিকারিক ও রাজ্য সরকারের অন্যান্য কর্মচারীদের বেতন কাটা হবে।
এই কাটা যাওয়া বেতন করোনা মহামারীতে আক্রান্ত মানুষের কাজে ব্যবহার করা হবে। মুখ্যমন্ত্রী অশোক গেহেলটের নেতৃত্বে হাওয়া বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের প্রত্যেকের মাসে সাত দিনের বেতন কাটা হবে। আইএএস ও আরএএস আধিকারিকদের মাসে দু দিনের বেতন কাটা হবে। সমস্ত বিধায়কদের এক দিনের বেতন কাটা হবে। রাজ্য সরকারের কর্মীদের প্রতি মাসে এক দিনের বেতন কাটা হবে।
তবে চিকিৎসা এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তদের ,চিকিৎসা শিক্ষা বিভাগের চিকিৎসকদের এবং আধিকারিকদের এই বেতন কাটা হবে না। আদালতের আধিকারিক ও কর্মী, হাইকোর্টের বিচারক ও অন্যান্য আদালতের বিচারকদের বেতন কাটা হবে না। এল১ এবং এর ৪ বেতন স্কেলের মধ্যে রাজ্য সরকারের সমস্ত কর্মচারীদের বেতন কাটা হবে না। একই সাথে পুলিশের কনস্টেবলদেরও বেতন কাটা হবে না।

