কুমারেশ রায়, আমাদের ভারত,মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: ঘাটালে পুর চেয়ারম্যানের বিরুদ্ধে পোস্টার পড়ল কাটমানি খাওয়ার। পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে শীলাবতী নদীবাঁধ কেটে অবৈধ বেআইনি নির্মাণ হয়েছিল। অভিযোগ ছিল পুর চেয়ারম্যান বেআইনি নির্মাণে মদত দিয়েছিল। গ্রামবাসীদের বিক্ষোভে সেই বেআইনি নির্মাণ দুপুরে মহকুমাশাসক ভেঙ্গে দেয় বৃহস্পতিবার রাতে পুর চেয়ারম্যান কাটমানি খেয়ে বেআইনি নির্মাণে মদত দিচ্ছে বলে বিজেপির নগরমন্ডল কমিটি থেকে পোস্টার পড়ে কলেজ মোড় সংলগ্ন এলাকায়।
বিজেপির নগরমন্ডল কমিটির সভাপতি অভিজিৎ অধিকারী বলেন, চেয়ারম্যানের বাড়ি থেকে দূরত্ব ৫ মিনিট। তিনিই এই বেআইনি নির্মাণে মদত দিয়েছিলেন। আমাদের কার্যকর্তা গ্রামবাসীরা বিক্ষোভ দেখালে কাজটি বন্ধ হয় এবং এই কাজের জন্য জবাবদিহি চাইছি।
এবিষয়ে চেয়ারম্যান বলেন, উদ্যেশ্য প্রণোদিত হয়ে এ কাজ করছে বিজেপি। পুরসভার কোনও কাউন্সিলরই কাটমানিতে জড়িত নয়। বেআইনি নির্মাণ করলছিল রাতের অন্ধকারে তা জানতে পেরে ভেঙ্গে দেওয়া হয়েছে।