আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৪ ডিসেম্বর: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক ব্যবসায়ীর বাড়িতে
আচমকা শুল্ক দফতরের হানা। ১৭০ কেজি রূপোর বাট ও নগদ ৩০ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বারুইপুর পৌরসভার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডের উকিল পাড়ায়।
স্থানীয় বাসিন্দা শৈলেন বৈদ্য নামে এক ব্যবসায়ীর বাড়িতে কয়েক ঘন্টা ধরে চলে এই অভিযান। শৈলেন বৈদ্যর কলকাতার বড়বাজারে একটি রুপোর পাইকারি দোকান আছে। তার বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ১৭০ কেজি রুপোর বাট ও নগদ ৩০ লক্ষ টাকা। যার কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি ঐ ব্যবসায়ী। শুল্ক দফতরের আধিকারিকরা শৈলেন বৈদ্য ও তার ছেলে প্রবীর বৈদ্যকে আটক করে বারুইপুর থানায় নিয়ে যায়। তারপর তাদের নিয়ে স্টান্ড রোডের অফিসে রওনা দেয় শুল্ক দফতরের আধিকারিকরা।

