রাজেন রায়, কলকাতা, ২০ আগস্ট: লকডাউনে বিল বকেয়া থাকার পর আচমকা মাত্রাতিরিক্ত বিলে সিইএসসির বিরুদ্ধে শহর জুড়ে ছড়িয়েছিল ক্ষোভের আগুন। একদিকে যেমন কড়া অবস্থান দেখিয়েছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে, অন্যদিকে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টেও। অনেকেই বাম আমলের সংস্থার একচেটিয়া ব্যবসার দিকে আঙুল তোলেন। আর সেই তীব্র আন্দোলন আর ক্ষোভের মুখে পিছু হঠতে বাধ্য হল সিইএসসি।
সাংবাদিক বৈঠক করে ভিক্টোরিয়া হাউসের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, আপাতত বকেয়া বিল দিতে হবে না গ্রাহকদের। বাড়ি বাড়ি নতুন করে জুন মাসের বিল পাঠানো হবে। সেই টাকাই তাঁদের কেবল জমা দিতে হবে। যাঁরা ইতিমধ্যেই পুরনো বিল অনুযায়ী টাকা মিটিয়েছেন তাঁদের ক্ষেত্রে পরের মাসগুলিতে অ্যাডজাস্ট করা হবে।
সাংবাদিক বৈঠকে সিইএসসি-র ম্যানেজিং ডিরেক্টর (ডিস্ট্রিবিউশন) দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “মার্চ থেকে লকডাউনের জন্য মিটার রিডিং সম্ভব হয়নি। তাই প্রতি মাসে গড় বিল দেওয়া হয়েছে। এর জন্য অনেক কম বিল এসেছিল। জুনে এক সঙ্গে চার মাসের ইউনিট হিসেব করে বিল দিয়েছিল সিইএসসি। তার জন্যই মোটা অঙ্কের বিল হয়েছে।”
গ্রাহকদের কথা ভেবেই তিন মাসের বকেয়া বিল নেওয়ার কথা স্থগিত করল ক্যালকাটা ইলেক্টট্রিক সাপ্লাই কর্পোরেশন।