Book fair, Midnapur, মেদিনীপুর বইমেলার ষষ্ঠ দিনে আদিবাসী লোকনৃত্য ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: মেদিনীপুর বইমেলা ও মৈত্রী উৎসবের ষষ্ঠ দিনের (বৃহস্পতিবার) সাংস্কৃতিক অনুষ্ঠানে গোয়ালতোড় কলেজের আদিবাসী লোকনৃত্য এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান মুগ্ধ করেছে দর্শকদের।

এই সান্ধ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভারানী মাইতি, মেলা কমিটির সভাপতি মুকুলরঞ্জন রায়, বইমেলার কার্যনির্বাহী সভাপতি ডাঃ গোলক মাজি, বইমেলার সম্পাদক কুণাল ব্যানার্জি, বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক অরিন্দম গুপ্ত, ডিন অশোক কুমার, অধ্যাপক তপন দে, অধ্যাপক রামকৃষ্ণ মাইতি, গড়বেতা কলেজের অধ্যক্ষ হরিপ্রসাদ সরকার, কে ডি কলেজের অধ্যক্ষ দুলালচন্দ্র দাস, হিজলি কলেজের অধ্যক্ষ আশীষ দণ্ডপাট, ঘাটাল কলেজের অধ্যক্ষ মন্টুকুমার দাস, প্যারামেডিকেল কলেজের অধ্যক্ষ গোপালচন্দ্র বেরা সহ বহু গুণী মানুষ।

বইয়ের সঙ্গে বাড়তি পাওনা অনুভব পাল মঞ্চে আয়োজিত এই নৃত্যগীত সহ নানা সাংস্কৃতিক কর্মসূচি। মেলায় আগত মানুষদের কিছুটা সময় এক অপরিসীম ভালোলাগায় আপ্লুত করছে বইমেলার প্রতিটি সন্ধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *