সাথী দাস, পুরুলিয়া, ৯ ডিসেম্বর: স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে শিশু সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পুরুলিয়ার হুড়ায়। ছবি আঁকা, গান, আবৃত্তি প্রভৃতি বিষয়ের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে এদিন অংশ নেয় জেলা শিক্ষা দফতরের হুড়া ৩ চক্রের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের থেকে ৫২ জন। বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ হিসেবে স্থানীয় কেশরগড় কমিউনিটি হলে অনুষ্ঠানের আয়োজন করে ওই চক্র। প্রতিযোগীদের প্রত্যেকের হাতে পুরস্কার সহ একটি মেহগিনি গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। উপস্থিত সর্ব শিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক বিকাশ মজুমদার জানান, ৩ ডিসেম্বর থেকেই অঞ্চল স্তরে এই অনুষ্ঠান শুরু হয়েছে। আয়োজক চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিকাশ মাহাত জানান, নবম-দ্বাদশ স্তরের বিদ্যালয়গুলিতে ক্লাস শুরু হলেও প্রথম থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়ারা এখনও শ্রেণিকক্ষের বাইরে। কোভিডের কারণে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মানসিক অবস্থা আগের মত নেই, তাদের উৎসাহিত করতেই নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
এদিনের অনুষ্ঠানে হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেঞ্জিত, শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনা মুর্মু প্রমুখ উপস্থিত ছিলেন।