সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ ডিসেম্বর: ফসলের ক্ষেতে ত্রিপলের আড়ালে গাঁজা চাষ। খোদ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের জমিতে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদা থানার বনগাঁ ব্লকের দিঘারি গ্রাম পঞ্চায়েতের৷ অভিযোগ, পঞ্চায়েত প্রধান অচিন্ত্য সরকারের জমিতে গাঁজা চাষ করেছে বলে অভিযোগ স্থানীয় কৃষকদের। গ্রামবাসীরা যাতে দেখতে না পায় সে কারণে জমির পাশে কালো ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে বলে অভিযোগ। বেআইনি ভাবে গ্রামের মধ্যে গাঁজা চাষের বিরোধীতা করে গ্রামবাসীরা বাগদার পুলিশ আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন৷
বনগাঁর দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারও একই অভিযোগ তুলেছেন৷ তিনি বলেন, স্থানীয় থানা সব জেনেও হাত গুটিয়ে বসে আছে৷ পুলিশ সব জেনেও কিছু করছে না। যদি চাষ না হয় তাহলে ত্রিপল দিয়ে আড়াল করা হয়েছে কেন। এতে গ্রামের পরিবেশ নষ্ট করছে ওই প্রধান। আমি পুলিশকে বলব একটু নিরপেক্ষ হয়ে মানুষের কথা ভেবে ওই প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দেখছি জমির চারপাশে উঁচু করে কালো ত্রিপল দিয়ে ঢাকা। কেউ ওই জমির চারপাশে গেলে বাধা দেওয়া হয়। কিছু দিন আগে জানতে পারলাম ত্রিপলের আড়ালে গাঁজা চাষ করছে ওই জমির মালিক। এক একটি গাছের মূল্য প্রায় ১০ হাজার টাকা বলে জানা গিয়েছে।
অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত প্রধান অচিন্ত্য সরকার বলেন, “জমি তার হলেও তিনি ভাগে দিয়েছেন৷ তারা কি গাছ লাগিয়েছে তা জানা নেই৷ এখানে বিরোধীদের রাজনৈতিক শক্তি নেই৷ সে কারণে তারা মিথ্যে অভিযোগ করছেন৷

