পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুরে অবস্থিত সিআরপিএফ-এর ২৩২ নং (মহিলা) ব্যাটালিয়নের পক্ষ থেকে একটি স্বচ্ছতা অভিযান পরিচালিত হয়, যেখানে স্থানীয় বাসিন্দারাও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।
২৩২ (মহিলা) ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্যালু এস মহারাণার নেতৃত্বে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বাসস্ট্যান্ড এলাকায় এই স্বচ্ছতা অভিযানের আওতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এই অভিযানে ২৩২ (মহিলা) ব্যাটালিয়নের বিভিন্ন অফিসার, অধীনস্থ কর্মকর্তা এবং অন্যান্য জওয়ানরা উপস্থিত ছিলেন।

২৩২ (মহিলা) সিআরপিএফ-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শালবনির স্থানীয় নাগরিকরাও এই স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা করেন।
পরিষ্কার-পরিচ্ছন্নতার সময় স্থানীয় বাসিন্দাদের প্রতিদিন শ্রমদানের মাধ্যমে নিজেদের পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়া হয় এবং চারপাশ পরিষ্কার রাখার জন্য সচেতন করা হয়।

