আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৭ মার্চ: লকডাউনের সংকটে জঙ্গলমহলের বাসিন্দাদের খাবার দিচ্ছে সিআরপিএফের ১৬৫ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরাl বৃহস্পতিবার কাঁকড়াঝোর এলাকার বুড়িঝোর ক্যাম্পে শুশনিজুবি, কদমডিহা, বুড়িঝোর সহ কয়েকটি গ্রামের বাসিন্দাদের রান্না করা খাবার দেওয়া হয়। আজ শুক্রবার বেলপাহাড়ি ব্লকের খট্টাধরা ক্যাম্পে ঠাকুরানপাহাড়ি, ধুলুপডি, কটুচুয়া ও খট্টাধরা গ্রামের বাসিন্দাদের রান্না করা খাবার দেওয়া হয়েছেl সিআরপিএফের জওয়ানেরা ওই এলাকার শিশুদের প্রতি বিশেষ যত্ন নিয়ে খাবার খাওয়ানোর ব্যবস্থা করেনl
এদিন খট্টাধরা ক্যাম্পের আধিকারিক পবন কুমারের উদ্যোগে ‘আরোগ্য সেতু’ অ্যাপ্লিকেশনের সাহায্যে এলাকার বাসিন্দাদের করোনা ভাইরাস বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়েছেl এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১৬৫ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিনোদ কুমার মোহরিল এবং সহকারি কমান্ড্যান্ট বিনোদ কুমার সিংl