আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৭ এপ্রিল: জেলাশাসকের দপ্তরে প্রচেষ্টা প্রকল্পের ফর্ম জমা দেওয়ার ভিড়। সামাজিক দূরত্ব বজায় না রেখে জমায়েত হওয়ায় বন্ধ হল ফর্ম নেওয়া।
লকডাউনের সময়ে বেশ কিছু মানুষ কাজ হারিয়েছে। এইসব মানুষদের পাশে থাকার কথা চিন্তা করে রাজ্য সরকার প্রচেষ্টা প্রকল্প চালু করেছে। যার মাধ্যমে প্রতিটি কাজ হারা মানুষকে ১০০০ টাকা করে দেবে রাজ্য সরকার। তাম্রলিপ্ত পৌরসভা এলাকার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের কাছ থেকে ফর্ম পূরণ করে জেলাশাসকের দপ্তরে জমা দিতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে স্থানীয় কাউন্সিলার। সেই নির্দেশ মত তাম্রলিপ্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাজ হারা মানুষরা জড়ো হয় পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে। বেশকিছু ফর্ম জমা নেওয়ার পরে মানুষের ভিড় বাড়তে থাকে। সামাজিক দূরত্ব বজায় না রেখে সরাসরি মানুষ জেলাশাসকের দপ্তরে ভিড় জমায়। তখনই বন্ধ করে দেওয়া হয় ফর্ম নেওয়া। কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়নি আবার কবে, কখন বা আদৌ ফর্ম জমা নেওয়া হবে কি না বলে অভিযোগ। এর ফলে মানুষ ক্ষিপ্ত হয়ে অনেকে বাড়ি ফিরে যায়। পরে অবশ্য জেলা শাসকের দপ্তরের কিছু কর্মী এসে দাঁড়িয়ে থাকা মানুষদের জানান যে ফর্ম আবার কবে জমা নেওয়া হবে তা কাউন্সিলরদের জানিয়ে দেওয়া হবে।