সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ আগস্ট: শ্রাবণের সোমবারে ব্যাপক ভিড় ভক্তদের। শুশুনিয়া পাহাড় থেকে নির্গত ঝর্ণার জল বাঁকে করে নিয়ে এসে এক্তশ্বর শিব মন্দিরে ঢালার জন্য ব্যাপক ভিড় ভক্তদের।
শ্রাবণ মাস ভগবান শিবের জন্মমাস, হিন্দুদের এই বিশ্বাস থেকে শ্রাবণ মাসজুড়ে শিবভক্তরা নিরামিষ ভোজন, ক্ষৌরকর্ম থেকে বিরত সহ নানা আচার পালনের সাথে সাথে অনেকেই প্রতি সোমবার সকালে শিবের মাথায় জল ঢালেন পূন্যসঞ্চয়ের আশায়। আবার বহু পূন্যার্থী শুশুনিয়া পাহাড়ের ঝর্নার জল প্রায় ১৮মাইল পায়ে হেঁটে এসে শিবের মাথায় ঢালেন। সে কারণে আজ ভোর থেকেই মন্দিরে লম্বা লাইন।
শিবমন্দিরের এক পুরোহিত জানান ভিড় সামলাতে আজ ভোর তিনটেয় মন্দির খুলে দেওয়া হয়।
অপরদিকে পুজো দিতে আসার জন্য ভক্তদের ভিড় এদিন উপচে পড়ে। জল ঢালতে আসা পূন্যার্থীদের বক্তব্য, সকাল ছটার আগেই এসে দেখছি লম্বা লাইন, আড়াই ঘন্টা পর জল ঢালতে পারলাম। এদিন ভক্ত
পূন্যার্থীর সংখ্যা প্রায় লক্ষাধিক হবে বলে পুরোহিত ও ভক্তদের অনুমান। ভিড় সামলাতে স্বেচ্ছাসেবকদেরও হিমসিম খেতে হয়।
অপরদিকে শহরের হরেশ্বর মেলা, হংসেশ্বর সহ সমস্ত শিব মন্দিরে ভিড় লক্ষ্য করা যায়। মন্দিরগুলিও সুদৃশ্য ভাবে সাজিয়ে তোলা হয়।