সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১মার্চ: শিবচতুর্দশীতে পূজা দিতে সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়।মন্দিরগুলিও সেজে উঠেছে। ফুলমালা ছাড়াও আলোক সজ্জা ও বর্নময়।
বাঁকুড়া জেলার সবচেয়ে প্রচীন ও ঐতিহ্যবাহী শিবমন্দির এক্তেশ্বর মন্দিরে ভোর থেকেই পূন্যার্থীদের ঢল। বেলা বাড়তেই লম্বা লাইন। গত দুবছর করোনা পরিস্হিতির কারনে বহু ভক্তই আসতে পারেননি। বর্তমানে পরিস্হিতি কিছুটা স্বাভাবিক হতেই পূন্যার্থীরা হাজির। মন্দিরের এক পুরোহিত আনন্দ দেওঘুরিয়া জানান, গত দুবছর তো শিবরাত্রিতে মানুষ আসতে পারেননি, এবছর বিধিনিষেধ খুব একটা নেই বলে ভক্তরা আসতে পারছেন।সে কারনে সবাই খুশী।

শহরের অন্যতম শিবমন্দির হরেশ্বর মেলায় ভক্ত, পূন্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।পুলিশি নিরাপত্তাও জোরদার করা হয় হয়েছে। মোতায়েন রয়েছে মহিলা পুলিশও।এছাড়াও হংসেশ্বর শিবমন্দির সহ বিভিন্ন এলাকায় স্হাপিত শিবমন্দিরগুলিতে সারাদিন বিশেষ পূজাপাঠের ব্যবস্হা করা হয়েছে। এই সব মন্দিরেও মহিলা পূন্যার্থীদের আনাগোনা সকাল থেকেই।

