আমাদের ভারত, মেদিনীপুর, ৪ মে: ডিজিটাল রেশন কার্ড না থাকায় দোকানে গিয়ে বিনামূল্যের রেশন সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা। আবেদন করা সত্বেও কার্ড হাতে না পাওয়ায় ৫ কেজি করে চাল পাচ্ছেন না অনেকে। সোমবার সকালেই জেলা শাসকের দপ্তরের চত্বরে খাদ্য দপ্তরে ভিড় করেন কয়েক’শ গ্রাহক। জটলা এড়াতে হস্তক্ষেপ করে কোতোয়ালি থানার পুলিশ। দূরত্ব বজায় রাখতে লাইন করিয়ে দেয়। গেটের বাইরে মাইকিং করেন জেলা প্রশাসনের কর্তারা।