Gandhi Ghat, Kangsabati River, মহালয়ার দিন তর্পণ করতে ভিড় কংসাবতী নদীর গান্ধিঘাটে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হলো মহালয়ার মধ্য দিয়ে। আর এই দেবীপক্ষের সূচনাতেই তর্পণ করতে ভিড় মেদিনীপুর শহর পার্শ্বস্থ কংসাবতী নদীর গান্ধিঘাটে। ভোর থেকেই শহরবাসী ভিড় জমিয়েছেন গান্ধিঘাটে।

মেদিনীপুর শহরের পাশে কংসাবতী নদীর গান্ধীঘাটে ভোর থেকেই শুরু হয়েছে তর্পণ। পূর্বপুরুষের উদ্দেশ্যে জলদান করতে এদিন ভিড় জমাতে থাকেন নানা প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ।

ভিড় সামাল দিতে প্রশাসনের তরফে ছিল কঠোর নজরদারি। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী। পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিশেষ ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *