বিজিপিতে যোগ দেওয়ার হিড়িক পুরুলিয়ায়

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৫ আগস্ট: সদস্য সংগ্রহ অনলাইনে চললেও বিজেপির চা চক্র কর্মসূচিতে দলে যোগ দেওয়ার হিড়িক দেখা দিয়েছে পুরুলিয়া জেলায়। বিভিন্ন এলাকায় বিজেপি জেলা নেতৃত্বের চা চক্র কর্মসূচি চলছে এখন। আর সেই অনুষ্ঠানেই চলছে যোগদান পর্ব। শাসক দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠক, কর্মী ও সমর্থকরা ওই অনুষ্ঠানে বিজেপির পতাকা হাতে তুলে নিচ্ছেন। এটা এখন প্রতিদিন দেখা যাচ্ছে জেলায়। মঙ্গলবারও তার ব্যতিক্রম ঘটল না।

এদিন চা চক্র অনুষ্ঠানে রঘুনাথপুর বিধানসভার সাঁতুড়ি মন্ডলের সাঁতুড়ি  অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান রেখা বাউরির পরিবার সহ লেদিয়াম বুথের ২৩ জন স্থানীয় সংগঠকের নেতৃত্বে ২০০ জন সমর্থক বিজেপিতে যোগ দিলেন। সাঁতুড়ির হাঁসডিমা মোড়ে ওই যোগদানের অনুষ্ঠান হয়। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক আব্দুল আলীম আনসারী সহ অন্যান্য নেতৃত্ব।

জেলা সভাপতি বলেন, “শাসক দল থেকেই বেশি সংগঠক, কর্মী, সমর্থক আমাদের দলে যোগ দিচ্ছেন। তাঁরাই জানাচ্ছেন যে ওই দলের উপর আস্থা ভরসা উঠে গিয়েছে। তাই, বিশ্বের সব চেয়ে বড় রাজনৈতিক দলে নাম লেখানোর জন্য উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে জেলায়। ”

এদিন সকালে রঘুনাথপুর বিধানসভা সাঁতুড়ি মন্ডলের লেদাসন মোড়ে চা চক্র অনুষ্ঠান ছাড়াও স্থানীয় হাঁস ডিমা মোড়ে দলীয় কার্যালয় উদ্বোধন করেন বিজেপি জেলা সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *