আমাদের ভারত, হুগলী, ১৯ সেপ্টেম্বর: শারীরিক পরীক্ষা করতে যাওয়ার সময় চন্ডীতলা হাসপাতাল থেকে পলাতক শেখ ইসরাইলকে ফের গ্রেফতার করল পুলিশ। আজ হুগলির চন্ডীতলা থানার ওসি সুদীপ্ত সাধুখাঁ ও অনিল রাজের নেতৃত্বে একটি দল হুগলী ও হাওড়ার মাঝে মামুদপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে। এরপর তাকে থানায় আনা হয়।
এই ঘটনার তদন্তকারী অফিসার অনিল রাজ জানান। গত ১৬ ফেব্রুয়ারি চন্ডীতলা হাসপাতালে অভিযুক্তকে মেডিক্যাল পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় হাসপাতালে থেকে পুলিশ কর্মীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। চুরি ছিনতাইয়ের ঘটনায় ধরা পড়েছিল এই দুষ্কৃতি। ঘটনার জেরে চন্ডীতলা থানার এক এসআই, এক এএসআই সহ এক কনটেস্টেবলকে হুগলী জেলার তৎকালীন গ্রামীণ পুলিশ সুপার তথাগত বসু সাসপেন্ড করেন। ধৃতকে শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।