বেলিয়াবেড়া থানার উদ্যোগে আয়োজিত হল ‘সেফ ড্রাইভ সেফ লাইফ’ ক্রিকেট টুর্নামেন্ট

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৬ ডিসেম্বর: বেলিয়াবেড়া থানার উদ্যোগে আয়োজিত হল ‘সেফ ড্রাইভ সেফ লাইফ’ ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের বাহান্না মাঠে অনুষ্ঠিত হল এই টুর্নামেন্ট। বেলিয়াবেড়া থানা এলাকার ৭টি অঞ্চল ও থানার একটি দল নিয়ে মোট ৮টি দল অংশগ্রহণ করেছে এই ক্রিকেট টুর্নামেন্টে। এদিন এই সেভ ড্রাইভ সেভ লাইফ কাপে বিজয়ী হয়েছে তপসিয়া ৩ নং অঞ্চল ও বিজিত হয়েছে নোটা ২ নং অঞ্চল। এই দিনের এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের ডিএসপি (ডিএনটি) দেবরাজ ঘোষ, সিআই (গোপীবল্লভপুর) মুকুল মিয়া, বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষ সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা।

ডিএসপি দেবরাজ ঘোষ বলেন, সাধারণ মানুষের সাথে পুলিশের একটা যোগ সূত্র তৈরি করা এবং তার সাথে প্রতিবছরই অসাবধানে গাড়ি চালানোর জন্য অনেক যুবক মারা যাচ্ছেন। তাই সব সমাজকে হেলমেট পরা ও সাবধানে গাড়ি চালানোর বার্তা দিতে আজকের এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যার নাম রাখা হয়েছে “সেভ ড্রাইভ সেভ লাইফ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *