আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ১৯ ডিসেম্বর: এক সপ্তাহ ধরে চলা অনূর্ধ্ব ১৪ এবং ১৬ টি টয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা শেষ হল। বীরভূমের রামপুরহাট ‘ড্রিম স্কুল অফ ক্রিকেট’ এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছিল। অনূর্ধ্ব ১৪ এবং ১৬ ক্রিকেট প্রতিযোগিতায় হাওড়ার লক্ষ্মী রতন শুক্লা বেঙ্গল স্পোর্টস অ্যাকাডেমি, ঝাড়খণ্ডের পাকুড়ের কিংস একাদশ, কলকাতার আদিত্য স্কুল অফ স্পোর্টস, হুগলীর চুঁচুড়া উডবার্ন ক্লাব, বর্ধমানের গুশকরা বিষাণ অ্যাথালেটিক ক্লাব সহ মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছিল।
অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলায় রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থা পরাজিত করে ড্রিম স্কুল অফ ক্রিকেট (রেড) দলকে। রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থা ৫ উইকেট খুইয়ে ১৭৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ড্রিম স্কুল অফ ক্রিকেট (রেড) ২০ ওভারে ১৪৪ রান তুলে ৭ উইকেট হারায়। ৪৬ বলে ৭৬ রান করে মান অফ দ্যা ম্যাচ হয় ইমরান হোসেন। অন্যদিকে ৪১ বলে ৬৪ রান করে ড্রিম স্কুল অফ ক্রিকেট (রেড) দলের মহম্মদ ইউসুফ।
অনূর্ধ্ব ১৬ প্রতিযোগিতায় জয়ী হয় চুঁচুড়া উডবার্ন ক্লাব। তারা প্রথম ব্যাট করতে নেমে ৭ উইকেট খুইয়ে ২০২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ড্রিম স্কুল অফ ক্রিকেট হ্যারিকেন ১৯ ওভারে ১০ উইকেট খুইয়ে ১৭৫ রান তোলে। ২২ বলে ৪৫ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে আয়ুস কানওয়ার।